২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল রণবীর সিং-এর। প্রথম ছবিটি বক্স অফিসে তেমনভাবে না চললেও পরিচালকদের নজরে এসেছিলেন রণবীর। আজ খ্যাতির চূড়ায় পৌছে গিয়েছেন তিনি। তবে এই সাফল্যের পেছনে রয়েছেন এমন একজন অভিনেতা, যার হাত ধরেই প্রথম অভিনয় জগতে প্রবেশ করেছিলেন রণবীর।
সম্প্রতি পিঙ্কভিলার সঙ্গে একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে খোলামেলা কথা বলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। একজন অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি যে একজন প্রশিক্ষক,সেই কথাও জানান তিনি। তিনি জানান, অনেক অভিনেতাদের পাশাপাশি রণবীর সিংকে অভিনয়ের জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: কণ্ঠস্বর থেকে হাঁটাচলা সবই ছিল ‘মেয়েদের মতো’, নিজেকে কীভাবে পাল্টেছিলেন করণ জোহর?
আরও পড়ুন: ‘দেশ মেরে’ হোক বা ‘মা তুঝে সালাম’, এই ১০ দেশপ্রেমের গান, যা আজও গায়ে দেয় কাঁটা
নওয়াজ বলেন, ‘২০১২ সালে গ্যাংস অফ ওয়াসিপুর সাফল্যের পর জনপ্রিয়তা পাই আমি। যদিও তার আগেও অনেক ছবিতে অভিনয় করেছিলাম, তবে সাফল্য পেয়েছিলাম ২০১২ সালে। ওই সময় শুধু অভিনয় নয়, নবাগতদের অভিনয় শেখাতাম আমি। ২০১০ সালে কিছু সময়ের জন্য রণবীর সিংকেও প্রশিক্ষণ দিয়েছিলাম।’
অভিনেতা বলেন, ‘ওই সময় রণবীর প্রায়শই আমার কাছে আসত অভিনয় শেখার জন্য। আমার কাছে অভিনয় শিখতে স্বচ্ছন্দ্য বোধ করত ও। ও ভীষণ ভালো একজন অভিনেতা। অভিনয় শেখানো যায় না, প্রতিভা থাকতে হয়। আপনি শুরু পথ দেখিয়ে নিতে পারেন, বাকিটা নিজেকেই গড়ে নিতে হয়।’
আরও পড়ুন: মিস ওয়ার্ল্ডের অনুষ্ঠানে পুরস্কৃত হবেন 'মানবিক' সোনু! কেন?
আরও পড়ুন: 'ইরফান খানের ছেলে হওয়া...', বাবিলের ভিডিয়ো দেখে কেঁদে ভাসালেন প্রতীক বব্বর, কী বললেন?
নওয়াজ উদ্দিন সিদ্দিকী প্রসঙ্গে
কিছুদিন আগেই Zee 5 ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ‘কোস্টাও’। ছবিতে একজন কাস্টম অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজ, যিনি অন্যায় আটকাতে নিজের প্রাণ বিসর্জন দিতেও দ্বিধাবোধ করেন না। সেজল শাহ পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন প্রিয়া বাপট, কিশোর, হুসেন দালাল এবং মাহিকা শর্মা।
রণবীর সিং প্রসঙ্গে
এই মুহূর্তে রণবীর আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এটি একটি স্পাই থ্রিলার ছবি যেখানে রণবীর একজন র এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং অক্ষয় খান্না।