কর্মসূত্রে পরে বৈবাহিক সূত্রে বহুদিন হল তিনি মুম্বই নিবাসী। তবে দীর্ঘ ২২ বছর পꦰর শিবপ্রসাদ ও নন্দিতার হাত ধরে বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। আর এবার কলকাতায় দেখা 💎হয়েছিল স্বর্ণযুগের দুই কিংবদন্তির। আর এরাঁ হলেন রাখি গুলজার ও সাবিত্রি চট্টোপাধ্যায়। একজন সিনেমার স্বর্ণযুগের শুরুতে অভিনয় শুরু করেছিলেন, আরেকজন শেষের দিকে দর্শকদের মন জয় করেন। বুধবার ফেসবুকে দুই কিংবদন্তি রাখি ও সাবিত্রির দেখা হওয়ার ছবি শেয়ার করেছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।
পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের শেয়ার করা ছবিতে একে অপরকে 🎐হাসিমুখে জড়িয়ে ধরে থাকতে দেখা যাবে সাবিত্রি ও রাখিকে। ছবির ক্য়াপ𒅌শানে পিঙ্কি লেখেন, ‘An immortal moment’. অর্থাৎ ‘এক অমর মুহূর্ত…’। ছবিটা দেখে আপনারও হয়ত রবীন্দ্রনাথের সেই গানের লাইন মনে আসবে, ‘আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়…’।