বর্তমানে সিরিজ থেকে সিনেমায় দাপিয়ে কাজ করছেন রাহুল দেব বোস। পাশাপাশি মেগাতেও মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। এখন তিনি বাংলা বিনোদন জগতের জনপ্রিয় মুখ। কিন্তু এই জনপ্রিয়তা বা একাধিক কাজের সূত্রপাত হয় প্রথম নায়ক হিসেবে কাজের মাধ্যমেই। আর সেই প্রথম কাজে রাহুলকে যিনি সুযোগ দিয়েছিলেন তিনি হলেন সুদীপা চট্টোপাধ্যায়, শুধু তাই নয় এরপর থেকে প্রতিটা মুহূর্তে সুদীপা রাহুলের পাশেও ছিলেন। রবিবার, অর্থাৎ আজ সুদীপার জন্মদিন। সঞ্চালিকার এই বিশেষ দিনে তাঁর সঙ্গে ছবি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন নায়ক।
আরও পড়ুন: মেগা বা সিরিজ নয় মে মাসেই আসছে স্বীকৃতির সিনেমা! কোন ছবিতে দেখা যাবে ‘মেয়েবেলা’ নায়িকাকে?
শনিবার মধ্যরাতে সুদীপাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের কেরিয়ারের জন্য সুদীপাকে ধন্যবাদ জানালেন রাহুল। সুদীপার সঙ্গে একটি ছবি পোস্ট করে নায়ক ক্যাপশনে লেখেন, ‘আপনারা যে এখন আমাকে পর্দায় ‘হিরো’ হিসাবে দেখছেন সেটা শুধু এই মানুষটার জন্যই। সুদীপাদি আমার মধ্যে কী দেখেছিলেন কে জানে। তিনি হয়তো আমার মধ্যে এমন একজনকে খুঁজে পেয়েছিলেন যাঁর মধ্যে হিরো হওয়ার সম্ভাবনা ছিল। তিনিই আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন। কিন্তু তাতেই ক্ষান্ত থাকেননি, তিনি আমার জীবনের নানা মুহূর্তে হাজির থেকেছেন, সবসময় আমাকে উৎসাহিত করেছেন এবং পথ দেখিয়েছে! শুভ জন্মদিন, দি! অনেক অনেক শুভেচ্ছা রইল।’ তারপর রাহুল পুনশ্চ দিয়ে লেখেন, ‘আমি জানি আমাকে এখানে খুব মোটা দেখাচ্ছে কিন্তু এই ছবিটা আমার খুব প্রিয়।’ তাঁর এই পোস্টকে ভালোবাসায় ভরে দিয়েছেন অনুরাগীরা। অনেকে আবার সুদীপাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।
রাহুল ছোট পর্দার সুবাদেই বিনোদন জগতে পা রাখেন। তবে প্রথম ‘বাজল তোমার আলোর বেণু’ ধারাবাহিককে তাঁকে নায়কের ভূমিকায় দেখা যায়। সে সময় বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এই মেগা। এই ধারাবাহিকে রাহুলের বিপরীতে দেখা গিয়েছিল শ্যামৌপ্তি মুদলিকে। এই মেগার পর আর ফিরে তাঁকে হয়নি হয় হিরো না হয় নেগেটিভ লিডে নায়ককে বারবার মেগায় দেখা গিয়েছে। তবে ‘বাজল তোমার আলোর বেণু’ ধারাবাহিক তৈরি হয়েছিল সুদীপার তত্ত্বাবধানেই। তাই তাঁর কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবেন অভিনেতা।
আরও পড়ুন: ‘এই বছরই…’, ২০২৫-এই ‘মহাভারত’ নিয়ে কাজ শুরু করবেন আমির! ‘লর্ড অফ দ্য রিংস’-এর আদলে হবে এই ছবি
কাজের সূত্রে বর্তমানে নায়ককে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'দুগ্গামণি ও বাঘমামা'য় 'প্রকাশ'-এর চরিত্রে দেখা যাচ্ছে। মেগায় রাহুলের বিপরীতে রয়েছেন মানালী মণীষা দে। তাছাড়াও রাহুলকে সম্প্রতি ‘খাকি’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে। এই মেগায় রাহুলের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে দেবাদৃতা বসুর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা। নিজেদের প্রেম নিয়েও কোনও লুকোচুরি করেননি তাঁরা। এক দুর্গাপুজোর দশমীতে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন তাঁরা। বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান বা ফিল্মি পার্টিতে হাতে হাত ধরে দেখা যায় তাঁদের।