IP💦L-এর বেআইনি সম্প্রচার, বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছেন তামান্না ভাটিয়ার। এই মামলায় ২৯ এপ্রিল, অর্থাৎ𝐆 আজই 'বাহুবলী' খ্যাত অভিনেত্রী তামান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তবে তামান্না হাজিরা দেননি। এর জন্য মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছেন তামান্না।
🐬জানা যাচ্ছে, তামান্না ভাটিয়া পুলিশকে জানিয়েছেন, তিন𝔉ি আপাতত মুম্বইতে নেই। ফের হাজিরার তারিখ ঠিক হলে তিনি সেদিন উপস্থিত থাকতে পারবেন।
গত বছর 'ফেয়ার প্লে' নামে এক বেআইনি অ্যাপের মাধ্যমে IPL-এর বেআইনি সম্প্রচারের অভিযোগ ওঠে। অভিযোগ ২০২৩ সালে আইপিএল ম্যাচগুলি স্ট্রিম করার জন্য Viacom18-এর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (IPR) ছিল। কিন্তু ২০২৩ সালের মার্চ থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত সমান্তরালভাবে ক্রিকেট টুর্নামেন্ট প্রদর্শন করছিল 𝓀ফেয়ারপ্লে। আর তাই ভায়াকম ১৮ ডিজিটাল কপিরাইট নিয়ে মহারাষ্ট্র সাইবার সেলে অভিযোগ দায়ের করেছে। তাঁদের অভিযোগ এই বেআইনি অ্যাপের কারণে তাঁদের প্রায় ১০০ কোটি টাকার লোকসান হয়েছে।
আরও পড়ুন-'অনির্বাণদার সঙ্গে আমার বিয়েটা…', ডিভোর্সের খবরে মুখ♈ খুললেন মধুরিমা গোস্বামী
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তামান্না ও সঞ্জয় দত্ত ফেয়ারপ্লে-র অ্যাপের হয়ে প্রচার চালিয়েছেন। পুলিশ 🐠জানায়, 'ফেয়ার প্লেও' ও ‘মহাদেব বেটিং অ্যাপ’-এর সঙ্গে যোগসূত্র রয়েছে। মহাদেব বেটিং অ্যাপের সহকারী এই অ্যাপের মাধ্যমে বেইআইনিভাবে আইপিএলের ম্যাচ সম্প্রচার করা হয়েছে।