ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকটি এলাকায় বিএসএফের বেড়া নির্মাণের চেষ্টায় আপত্তি তুলেছিল বিজিবি। এদিকে সীমান্তে একাধিক জায়গায় অনুপ্রবেশকারীদের আটকাতে গিয়ে আবার বাংলাদেশিদের ওপর গুলি চালাতে হয়েছে। এই সব নিয়ে বাংলাদেশে একটি বিএসএফ বিরোধী মনোভাব তৈরি করার চেষ্টা চলছে বিগত বেশ কয়েক মাস ধরেই। হাসিনার বিদায়ের পর থেকেই নয়া অন্তর্বর্তী সরকারের সদস্য থেকে শুরু করে হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীরা উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন। সেই তালিকাতেই এবার নবতম সংযোজন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ১৮ জানুয়ারি দুপুরে রংপুরের গংগাচড়া উপজেলায় একটি অনুষ্ঠানে এসে তিনি মন্তব্য করেন, 'সীমান্তে বাংলাদেশের একটি লাশ পড়লে ভারতের দুটি পড়বে।' এদিকে তাঁর আরও অভিযোগ, কাঁটাতারের বেড়া দিয়ে ভূমি দখলে নেয়ার পাঁয়তারা করছে ভারত। (আরও পড়ুন: 'দিল্লির🔯 বিরুদ্ধে ডা𓆉ইরেক্ট অ্যাকশন', গলাবাজি বাংলাদেশে, গভীর রাতে যা হল...)
আরও পড়ুন: আরজি কর কাণ্ড🎉ে 'সুপ্রিম নির্দেশিকা' অমান্য করছে CBI? বিস্ফোর🎐ক নির্যাতিতার মা
নুরের অভিযোগ, এর আগে নাকি শেখ হাসিনা সরকার বিএসএফকে অনেক 'সুযোগ' দিয়েছিল। এই আবহে ইউনুস সরকারের কাছে তাঁর আবেদন, বাংলাদেশের সীমান্তবর্তী মানুষদের যাতে সামরিক ট্রেনিং দেওয়া হয়। তিনি বলেন, 'আমাদের স্পষ্ট বার্তা, আমরা বেঁচে থাকতে, এই দেশের ১৮ কোটি মানুষ এই দেশের ১ ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দেবে না। ভারতীয় কর্তৃপক্ষকে বলে দিতে চাই আপনারা শেখ হাসিনার সরকারের পতনের পর যে অশুভ খেলা শুরু করেছেন, সেটা বন্ধ করুন। অন্যথায় আপনাদের জন্য সেটা ভালো হবে না।' (আরও পড়ুন: গাඣজায় ফিরেও ফিরছে না শান্তি? যুদ্ধবিরতি কার্যকরের আগেই নয়া হুমকౠি ইজরায়েলের)
আরও পড়ুন: ফের পডকাস্🐈টে মোদী, মুখোমুখি হবেন লেক্স ফ্রিডম্যানের, কে এই মার্কিনি?