বেঙ্গালুরুর Sports Authority of India তে মারাত্মক ঘটনা। সেখানকার এক ছাত্রী অপর এক ছাত্রীর আপত্তিকর ভিডিয়ো তুলেছিলেন বলে অভিযোগ। অপর ছাত্রী যখন স্নান করছিলেন তখনই এ♏ই ভিডিয়ো তোলা হয়েছিল বলে অভিযোগ। ইনস্টিটিউটের গার্লস হস্টেলে কমন ওয়াশরুমে স্নান করছিলেন ওই ছাত্রী। তখনই অপর ছাত্রী তার স্নানের দৃশ্য মোবাইল বন্দি করেছিলেন বলে অভিযোগ। তবে সেই ঘটনায় এবার সাই অভিযুক্ত ছাত্রীকে সাসপেন্ড করেছে।
সাই তাদের বিবৃতিতে জানিয়েছে, ইনস্টিটিউট এনিয়ে ইতিমধ্যেই ঘটনার তদন্তেরꦫ জন্য নির্দেশ দিয়েছে। অভিযুক্ত ছাত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে মামলা দায়ের করা হয়েছে।
সাইয়ের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, গত ২৮ মার্চ ডিপ্লোমা গার্লস হস্টেলে এই ঘটনা হয়েছে। ২৫ বছর বয়সী ওই ডিপ্লোমা ট্রেনি ওই ঘটনা মোবাইল বন্দি করেছিলেন।ওই ছাত্রী অপর ছাত্রীর๊ স্নানের দৃশ্য মোবাইলবন্দি করেছিলেন বলে অভিযোগ।﷽ ওই ছাত্রী ভলিবলের কোচ হওয়ার প্রশিক্ষণের জন্য নাম নথিভুক্ত করেছিলেন।
এদিকে ২৯ মার্চ অপর ছাত্রী এনিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের কꦆরেন। অভিযোগের ভিত্তিতে জানা গি🗹য়েছে, তিনি রাত ১০ টা নাগাদ বুঝতে পারেন কেউ তার ছবি তুলছে। এরপরই তিনি বাথরুম থেকে বেরিয়ে এসে এনিয়ে প্রশ্ন করেন। এরপরই তিনি ফোনটি অপর ছাত্রীর কাছ থেকে চান। কিন্তু তিনি ফোন দিতে চাননি। তিনি বলেন, আমি কোনও ছবি তুলছিলাম না। এরপরই স্নান করছিলেন যিনি তিনি বলেন, মুছে দেওয়া ভিডিয়োটে রিসাইকেল বিনে আছে। সেটা দেখাও। তখনও সে ফোনটি ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যায়।
এඣরপরই পুলিশের কাছে মাম♑লা দায়ের করা হয়। একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ এনিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে কেন তিনি এভাবে গোপনে আপত্তিকর ছবি তুলছিলেন? তবে কি বিশেষ কোনও মতলব ছিল তার?
সাই ইতিমধ্য়েই এনিয়ে বিভাগ꧟ীয় তদনꦦ্ত শুরু করেছে। ছাত্রীকেও সাসপেন্ড করা হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনল🐼োড করার লিঙ্ক