কারা কোভিড টিকাকরণে এগিয়ে? এনিয়ে গোটা দেশ জুড়েই নানা চর্চা। তবে সংবাদ সংস্থা সূত্রে খবর এক্ষেত্রে যথেষ্ট এগিয়ে বি𝕴জেপি শাসিত একাধিক রাজ্য। আর টিকাকরণের নিরিখে ঠিকঠাক এগোতে পারেনি বিরোধী শাসিত একাধিক রাজ্য। আর এই রিপোর্টকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়েছে গোটা দেশে। তবে পরিসংখ্যান অনুসারে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত ৮টি রাজ্য প্রায় ৫০ শতাংশ বাসিন্দাকে দুটি ডোজই দিয়ে দিয়েছে। এর মধ্যে সাতটি রাজ্য ৯০ শতাংশ মানুষকে প্রথম ডোজ দিয়ে দিয়েছে।
কারা কোভিড টিকাকরণে এগিয়ে? এনিয়ে গোটা দেশ জুড়েই নানা চর্চা। তবে ꦯসংবাদ সᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚংস্থা সূত্রে খবর এক্ষেত্রে যথেষ্ট এগিয়ে বিজেপি শাসিত একাধিক রাজ্য। আর টিকাকরণের নিরিখে ঠিকঠাক এগোতে পারেনি বিরোধী শাসিত একাধিক রাজ্য। আর এই রিপোর্টকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়েছে গোটা দেশে। তবে পরিসংখ্যান অনুসারে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত ৮টি রাজ্য প্রায় ৫০ শতাংশ বাসিন্দাকে দুটি ডোজই দিয়ে দিয়েছে। এর মধ্যে সাতটি রাজ্য ৯০ শতাংশ মানুষকে প্রথম ডোজ দিয়ে দিয়েছে।
|#+|
এদিকে সেই তুলনায় দেখা যাচ্ছে বিরোধী শাসিত একাধিক রাজ্য বুস্টার ডোজের জন্য তদ্বির শুরু করেছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে টিকাকরণেই পিছিয়ে রয়েছে তারা। তার আগেই শুরু হয়েছে বুস্টার ডোজের জন্য চাপ দেওয়ার কাজ। সংবাদ সংস্থা সূত্রে খবর, বিজেপি পরিচালিত কোভিꩵডের প্রথম ডোজের ক্ষেত্রে বিজেপি শাসিত হিমাচল প্রদেশ ও গোয়া পুরোপুরি কভার করতে পেরেছে। গুজরাতে প্রথম ডোজ পেয়েছেন ৯৩.৫ শতাংশ ও দুটি ডোজ পেয়েছেন ৭০.৩ শতাংশ বাসিন্দা, উত্তরাখণ্ডে এই সংখ্যা ৯৩ ও ৬১.৭ শতাংশ। মধ্যপ্রদেশে ৯২.৮ ও ৬২.৯ শতাংশ। এর পাশাপাশি হরিয়ানা, অসম,ত্রিপুরা টিকাকরণে যথেষ্ট এগিয়ে রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডে এই সংখ্যা ৬৬.২ শতাং☂শ ও ৩০.৮ শতাংশ। পঞ্জাবে ৭২.৫ ও ৩২.৮ শতাংশ।রাজস্থানে ৮৪.২ ও ৪৬.৯ শতাংশ ও পশ্চিমবঙ্গে প্রায় ৮৬.৬ ও ৩৯.৪ শতাংশ।