বুধবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন রিষড়ার বাসিন্দা তথা বিএসএফ জওয়ান পিকে সাউ। চারদিন ধরে তিনি পাকিস্তানের হেফাজতে রয়েছেন। তাঁকে এখনও মুক্তি দেয়া হয়নি। ভারতের বহু অনুরোধ সত্ত্বেও পর্ণব কুমার সাউয়ের মুক্তি নিয়ে এখনও পর্যন্ত কোনও ইতিবাচক সাড়া দেয়নি পাকিস্তান। বিএসএফের এক আধিকারিক এই নিয়ে বলেন, 'বুধবার বিকেল থেকে আমরা অপেক্ষায় করছি যে পাকিস্তানের পক্ষ থেকে কোনও ইতিবাচক বার্তা আসবে। তবে এখনও পর্যন্ত এই ক্ষেত্রে কোনও অগ্রগতি হয়নি।' এদিকে পূর্ণমের স্ত্রী রজনী আজ নাকি পাঠানকোট যাচ্ছেন। (আরও পড়ুন: ৭৪০ কিমি LoC বরাবর একাধিক সেক্টরে কড়া জবাব ভারতীয় সেনার, কী হল রাতের অন্ধকারে?)
আরও পড়ুন: সিলেবাসের বাইরে প্রশ্ন ভারতের? গলার বদলে এবার শুকিয়ে গেল পাকিস্তানের মুখ
এর আগে শুক্রবার বিএসএফ ও পাক রেঞ্জার্সের পতাকা বৈঠক হয়েছিল এই ইস্যুতে। তবে সেই বৈঠক নাকি অসমাপ্ত থেকে গিয়েছে। এই ঘটনার পর এটি বিএসএফের ডাকা তৃতীয় পতাকা বৈঠক। এক আধিকারিক এই নিয়ে বলেন, 'আমরা নির্ধারিত স্থানে পতাকা তুলে প্রোটোকল মেনে বৈঠকের আহ্বান করি। আমরা পাকিস্তানিদের কাছে আমাদের উপস্থিতির জানান দিয়েছিলাম। কিন্তু প্রাথমিকভাবে পাকিস্তান রেঞ্জার্সের তরফ থেকে কোনও সাড়া মেলেনি। বিকেলে এসে তাঁরা প্রশ্ন তোলেন, পরিস্থিতি যখন স্বাভাবিক, তখন কেন বৈঠক ডাকা হল? পরে পাকিস্তান রেঞ্জার্স জানিয়েছে, তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশের অপেক্ষায় রয়েছে। আবারও আলোচনা কোনও ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হয়।' (আরও পড়ুন: আগে নিজের ঘর সাফ করতে হবে, পহেলগাঁও হামলার আবহে কাশ্মীরে বড় পদক্ষেপ ভারতের)
আরও পড়ুন: ভারতকে 'পূর্ণ সমর্থনের' বার্তা FBI প্রধান কাশ প্যাটেলের, পহেলগাঁও নিয়ে বললেন…
উল্লেখ্য, পর্ণব কুমার সাউ পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়ার বাসিন্দা। গত ২৩ এপ্রিল বিকেলে সীমান্তের কাছে কৃষকদের সাহায্য করার সময় অসাবধানতাবশত পাকিস্তানি ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন তিনি। বিএসএফের এক কর্মকর্তা এই নিয়ে বলেন, 'ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া আছে। অবশ্য আন্তর্জাতিক সীমান্ত একটি ছোট স্তম্ভ দ্বারা চিহ্নিত রয়েছে। নতুন মোতায়েন হওয়া কোনও জওয়নের জন্যে তা শনাক্ত করা কঠিন হতে পারে। পাকিস্তানি নাগরিক ও নিরাপত্তারক্ষীরা অসাবধানতাবশত অনেক সময়ই আমাদের ভূখণ্ডে ঢুকে পড়ে। মানবিক কারণে ভারত পর্যায়ক্রমে তাদের ফেরতও পাঠিয়ে দেয়।' প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদার করার মধ্যেই এই ঘটনা ঘটেছে। এই আবহে পিকে সাউকে নিজেদের হেফাজতে রেখে ভারতকে চাপে ফেলতে চাইছে পাকিস্তান।