গাজা ভূখণ্ডের দখল নেবে আমেরিকা। এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের 'গাজা ঘোষণা'র পরপরই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সারা বিশ্বে। এই নিয়ে গতরাতে নিজের বিস্তারিত পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। এটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, 'যুদ্ধ শেষে আমেরিকার হাতে গাজা ভূখণ্ড তুলে দেবে ইজরায়েল। প্যালেস্তিনীয় এবং চাক শুমারদের (মার্কিন সেনেটে মাইনরিটি লিডার, ডেমোক্র্যাট) মতো মানুষরা ইতিমধ্যেই নিরাপদ এবং সুন্দর সমাজে বসবাস শুরু করে দিয়েছে। তাদের এখন অত্যাধুনিক বাড়িঘর আছে। তারা সুখে, শান্তিতে আছে, স্বাধীন আছে।' (আরও পড়ুন: আমেরিকা ও মিত্রদের 'নিশানার জের', আন্তর্জাতিক আদালতের ওপর নিষেধাজ্ঞা ট্রাম্পের)
আরও পড়ুন: অশান্ত বাংলাদেশে কি হাসিনাকে ফেরত পাঠাবে ভারত? সংসদে জবাব দিল মোদী সরকার
এরপর ট্রাম্প আরও লেখেন, 'বড় বড় উন্নয়নমূলক কাজ করা দলের সঙ্গে হাত মিলিয়ে ধীরে ধীরে গাজায় নির্মাণকাজ শুরু করবে আমেরিকা। এটা বিশ্বের সবচেয়ে বড় উন্নয়নমূলক প্রকল্প হবে। এতে আমেরিকার কোনও সেনা জওয়ানের প্রয়োজন পড়বে না। এতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।' (আরও পড়ুন: ধানমন্ডির 'আগুন' ছড়িয়েছে আরও ৩৫ জায়গায়, বাংলাদেশ কি ইউনুসের নিয়ন্ত্রণের বাইরে?)
এর আগে ১৭ জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে ইজরায়েলের নেতানিয়াহুর সরকার। ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছিল গাজায়। কাতারের দোহায় দীর্ঘ ৯৬ ঘণ্টার আলোচনার পরে এই যুদ্ধবিরতির জন্যে ইজরায়েল এবং হামাসকে রাজি করানো হয়। এই যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও সেই সময় তিনি প্রেসিডেন্ট পদে বসেননি। (আরও পড়ুন: অশান্ত বাংলাদেশে কি হাসিনাকে ফেরত পাঠাবে ভারত? সংসদে জবাব দিল মোদী সরকার)