আজ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, এবার থেকে ১২ লাখ টাকা আয়ের ওপর আর কর দিতে হবে না। আগে যেই সীমা ছিল ৭ লাখ টাকা। তবে বাজেট অধিবেশনের পরে এই বিষটির ওপরে বড় মন্তব্য করলেন ডিএমকে সাংসদ দয়ানিধি মারন। তাঁর কথায়, সোজাপথে হয়ত এই কর ছাড় দেওয়া হবে না সাধারণ মানুষজনকে। ডিএমকে সাংসদ বলেন, 'এটা খুবই হতাশাজনক বাজেট। বাজেট দেখে মনে হচ্ছে, এটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে দিল্লির ভোটারদের আকৃষ্ট করা যায়। কারণ দিল্লির নির্বাচন ৫ ফেব্রুয়ারি।' (আরও পড়ুন: NPS বাৎসল্যে করছাড়ের 🍸ঘোষণা বাজেটেღ, কারা লাভ পাবেন এর?)
আরও পড়ুন: প্রবীণ ন🌜াগরিকদের বড় স্বস্তি, সুদের ওপর TDS-এর সীমা দ্বিগুণ করার ঘোষণা ব✨াজেটে
এরপর দয়ানিধি আরও বলেন, 'অর্থমন্ত্রী একটি বড় ছাড় দিয়েছেন। তিনি বলেন যে ১২ লক্ষ টাকার জন্য কোনও ট্যাক্স নেই। তারপরে তিনি বলেন যে ৮ থেকে ১২ লক্ষ টাকার জন্য ১০ শতাংশ আয়করের একটি স্ল্যাব রয়েছে। সুতরাং, এটা খুব বিভ্রান্তিকর। আমি মনে করি এই বিষয়টি বুঝতে আরও বিশদে দেখতে হবে। তিনি ভোটারদের প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করেন যে ১২ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় রয়েছে তবে এটি সহজ এবং সোজা নয়। তাঁদের হয়ত টিডিএসের মাধ্যমে সেই টাকার দাবি করতে হবে... সুতরাং, মূলত এটি মধ্যবিত্তের জন্য আবারও একটি বিপর্যয়। মধ্যবিত্তরা আবারও অর্থমন্ত্রীর দ্বারা প্রতারিত হয়েছে বলে মনে হচ্ছে। অবকাঠামো দেশের বাকি অংশের জন্য যাচ্ছে না, এটি কেবল বিহারের দিকে যাচ্ছে। কারণ এই বছর বিহারে নির্বাচন রয়েছে... তামিলনাড়ু বা অন্য কোনও দক্ষিণী রাজ্যের জন্য একটি শব্দও নেই।' (আরও পড়ুন: চালু হবে কাস্টমাইজড ক্রেডিট কার্ড, স্টার্টআপ তহবিল♒ে আরও ১০০০০ কোট🥀ির ঘোষণা বাজেটে)
উল্লেখ্য, এবারের বাজেটে আয়কর নিয়ে অনেক প্রত্যাশা ছিল অনেকেরই। সেই প্রত্যাশা পূরণ করে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। আজ তিনি জানিয়ে দেন, ১২ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না। এরই সঙ্গে হেরফের করা হয়েছে ট্যাক্স স্ল্যাবে। যুক্ত করা হল ২৫ শতাংশ আয়করের ‘স্ল্যাব’। এর ফলে মধ্যবিত্তের ওপর থেকে আয়করের বোঝা কিছুটা কমল বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছেন, ‘নয়া যে আয়কর কাঠামোর ঘোষণা করা হল, তাতে মধ্যবিত্তের উপর থেকে করের বোঝা অনেকটা কমল। তাঁদের হাতে বেশি টাকা থাকবে। আর তার ফলে ঘরোয়া খরচ, সঞ্চয় এবং বিনিয়োগ বাড়বে।’ (আরও পড়ুন: ঋণের সীমা বাড়ল কিসান ক্রেড꧃িটে, ১.৭ কোটি কৃষকের জন্যে প༺্রকল্পের ঘোষণা বাজেটে)
নয়া স্ল্যাব অনুযায়ী, এবার ৪ লাখ টাকা পর্যন্ত আয়কর শূন্য। এরপর ৪ লাখ থেকে ৮ লাখে আয়কর ৫ শতাংশ। ৮ লাখ থেকে ১২ লাখে আয়কর ১০ শতাংশ। ১২ লাখ থেকে ১৬ লাখে আয়কর ১৫ শতাংশ। ১৬ লাখ থেকে ২০ লাখে আয়কর ২০ শতাংশ। ২০ থেকে ২৪ লাখে আয়কর ⭕২৫ শতাংশ এবং ২৪ লাখের ওপরে আয়কর ৩০ শতাংশ।