গঙ্গাজলেও কি জিএসটি দিতে হবে? সামনেই পুজো। এই প্রশ্নটা অনেকের মনেই আসছে। তবে তার ব্যাখাও দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্য়ান্ড কাস্টমস( CBIC)। বৃহস্পতিবার তারা এনিয়ে একটি🌸 নির্দেশিকা জারি করেছে। সেখানে গোটা বিষয়টি পরিস্কার করা হয়েছে।
তবে এই নির্দেশিকায় অবশ্য স্বস্তির কথাই উল্লেখ করা হয়েছে। সিবিআইসি জানিয়েছে, গোটা দেশেই গঙ্গাজল পুজোর কাজে ব্যবহার করা হয়। আর পুজোর সামগ্রী থেকে জিএসটির ছাড় রয়েছে। জিএসটি কাꦬউন্সিলের ১৪ ও ১৫ তম মিটিংয়ে এনিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় জিএসটির তালিকা থেকে বাদ থাকবে এই পুজো সামগ্রী। জিএসটি চালুর সময় থেকেই এই সমস্ত পুজো সামগ্রী থেকে জিএসটি ছাড় রয়েছে।
যে পুজোই হোক না কেন সবেতেই লাগে গঙ্গাজল। যাঁদের বাড়ির কাছে গঙ্গা তাঁরা সরাসরি গঙ্গা থেকে জল সংগ্রহ করেন। আর যা💦ঁদের বাড়ি গঙ্গা থেকে অনেক দূরে তাঁরা নদী থেকে জল সংগ্রহ করেন। আবার অনেকে গঙ্গা জল কেনেন পুজোর জন্য। কিন্তু তাতে যদি জিএসটি আরোপ করা থাকে তবে সেই জলের দামও বেড়ে যেতে পারে। তবে আপাতত কিছুটা হলেও স্বস্তির। গঙ্গাজলে কোনও জিএসটি আরোপ করা নেই।
এদিকে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছিল গঙ্গাজলেও মোদী সরকার ১৮ শতাংশ জিএসটি আরোপ ক꧟রছে। এসব হল মোদী সরকারের দ্বিচারিতা ও লুঠের একটা রূপ।
🦩কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে এক𒉰্স হ্যান্ডেলে লিখেছিলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গঙ্গাজল সাধারণ ভারতীয়দের কাছে খুব গুরুত্বপূর্ণ। মোদীজি আপনি উত্তরাখণ্ডে আছেন এটা ভালো। কিন্তু আপনার সরকার পবিত্র গঙ্গার জলেও জিএসটি আরোপ করেছে। আপনি কি এটা একবারও ভেবেছেন যে গঙ্গাজলে জিএসটি আরোপ করলে কতটা বোঝা হবে সাধারণ ভারতীয়দের উপর?
তবে এবার গোটা বিষয়টি পরিষ্𒅌কার হয়ে গেল। বলা হয়েছে গঙ্গাজলে কোনও জিএসটি থাকছে না। CBIC গ💞োটা বিষয়টি পরিষ্কার করে দিয়েছে।