‘Chicken’-এর উপর KFC-র একার অধিকার নেই, সাফ জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট! Updated: 16 Feb 2023, 10:32 AM IST Soumick Majumdar ভারতে KFC-র ফ্রায়েড চিকেন বার্গারের পোশাকি নাম 'চিকেন জিঙ্গার'। সেই চিকেন জিঙ্গার নামটিই ট্রেড মার্ক হিসাবে রেজিস্টার্ড করতে চেয়েছিল KFC। কিন্তু ট্রেডমার্ক পরীক্ষক কর্তৃপক্ষ সেই আর্জি ফিরিয়ে দেয়। এরপরই আদালতের দ্বারস্থ হয় KFC ।