স্বর্ণিম বিজয় পরব উপলক্ষ্যে আমি সমস্ত ভারতীয় সেনাকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। যুদ্ধে তাঁদের সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগকে স্মরণ করছি। ৭১এর যুদ্ধে ৫০ বছর পূর্তিতে এটাই ছিল সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতের শেষ বার্তা। সন্ধ্যায় রেকর্ডিং করা সেই বার্তায় তিনি জানিয়েছিলেন, 🎐এই উৎসবে সমস্ত নাগরিককে সামিল হওয়ার জন্য় আহ্বান করছি। কপ্টার ভেঙে পড়ার আগে সন্ধ্যায় এটাই ছিল জেনারেল রাওয়াতের শেষ আহ্বান। এরপরই তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে সেই কপ্টার, Mi 17V5। ১৪জনের মধ্য়ে মারা গিয়েছেন ১৩জন। প্রয়াত হඣয়েছেন সস্ত্রীক জেনারেল রাওয়াত। সেদিন ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। গন্তব্যের সাত মিনিট আগে ভেঙে পড়ে তাঁর কপ্টার।
এদিকে স্বর্ণিম বিজয় পরবে অংশ নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, জেনারেল রাওয়াতের প্রয়াণে দেশ হারিয়েছে একজন বীর যোদ্ধাকে, একজ🅠ন উপদেষ্টাকে, একজন প্রানবন্ত মানুষকে। পাশাপাশি ৭১এর যুদ্ধে নিয়োজিত ভারতীয় সেনাদেরও তিনি শুভেচ্ছা জানান। তাঁদের আত্মত্যাগকেও স্মরণ করেন। পাশাপাশি তৎকালীন পূর্ব পাকিস্তানের অত্যাচারের কথাও তুলে ধরেন তিনি। সেই সময় পাকিস্তানি সেনার বর্বরতার কথাও উল্লেখ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।