হজ চু🎶ক্তিকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, আমি এই চুক্তিকে স্বাগত জানাচ্ছি। এটা ভারতের হজ তীর্থযাত্রীদের জন্য খুব খুশির খবর। আমাদের সরকার ভক্তদের তীর্থযাত্রার সুবিধাকে নিশ্চিক ক✅রতে প্রতিশ্রুতিবদ্ধ। সংসদ বিষয়ক ও সংখ্যালঘু উন্নয়ন দফতরের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এর আগে এক্স হ্যান্ডেলে এনিয়ে লিখেছেন। সেটাকেই তুলে ধরেন মোদী।
কিরেন রিজিজু লিখেছিলেন, হজ চুক্তি ২০২৫ এইচই তওফিক বিন ফওজান আল রবিয়া,কিংডম অফ সৌদি আরবের হজ ও উমরাও দফতরের মন🙈্ত্রীর সঙ্গে হয়েছে। সব মিলিয়ে ১,৭৫,০২৫জনের কোটা হয়েছে ভারত থেকে তাঁরা হজে যেতে পারবেন হজ ২০২৫এর জন্য। সমস🍌্ত হজযাত্রীদের জন্য সবথেকে ভালো পরিষেবা দেওয়া হবে।
অন্যদিকে গত বছর ডিসেম্বর মাসের প্রতিবেদনে জানা গিয়েছিল, শুধুমাত্র হজযাত্রীদের জন্য ১০০টি বিশেষ উড🔜়ান পরিষেবা দেওয়ার কথা জানিয়েছিল স্পাইসজেট।
সংস্থার পক🌳্ষ থেকে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, ২০২৫ সালে ওই বিশেষ পরিষেবা প্রদানের জন্য বৈধ অনুমতি তারা পেয়ে গিয়েছে। ২০২৫ সালে ভারতের চার শহর - যথাক্রমে - কল🐭কাতা, গুয়াহাটি, শ্রীনগর এবং গয়া থেকে এই ১০০টি বিশেষ বিমান শুধুমাত্র হজযাত্রীদের জন্য চালানো হবে।