যোগীরাজ্য উত্তরপ্রদেশের বারাণসীতে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর বিমান অবতরণে অনুমতি না দেওয়া নিয়ে তুঙ্গে বিতর্ক। কংগ্রেসের দাবি, কেরলের ওয়ানাদে নিজের সংসদীয় এলাকায় সফর করে রাহুল গান্ধীর সোমবার পৌঁছনোর কথা ছিল বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে। কংগ্রেসের নেতা অজয় রাইয়ের দাবি, রাহুল গান্ধীর বিমান অব🐈তরণ করতে দেওয়া হয়নি বারাণসীতে, কারণ কর্তৃপক্ষ ব্যাপক চাপে ছিল সেই অবতরণের অনুমতি দেওয়া নিয়ে। এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, তাঁদের কাছে ওই বিমান অবতಌরণের কোনও আগাম খবর ছিল না।
জানা যাচ্ছে, সোমবার রাতের দিকে রাহুল গান্ধীর বিমানের অবতরণের কথা ছিল বারাণসী বিমানবন্দরে। তাঁকে সাদরে গ্রহণ করতে সেখানে উপস্থিত হন কংগ্রেসের কর্মীরা। তখনই তাঁরা জানতে পারেন, রাহুলের বিমান সেখানে অবতরণ করছে না। কংগ্রেসের অভিযোগ, চাপের বশবর্তী হয়ে ওই বিমানকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। এদিকে, বারাণসী বিমানবন্দর কর্তৃপক্ষ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, তাদের কাছে বিমান অবতরণের কোনও আগাম বার্তা ছিল না। বিমানবন্দরের ডিরেক্টর আর্যমা সান্যাল, অনুমতি খারিজের সমস্ত রকমের অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। তিনি জানান, এয়ারট্রাফিক কন্ট্রোল তাদের জানায় যে, যে বিমান অবতরণ করতে যাচ্ছিল, সেই বিমান সেই সময় অবতরণ করছে না। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের কমলা নেহরু মেমোরিয়াল হাসপাতালে এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন রাহুল। তবে বারাণসীতে তাঁর বিমান অবতরণ না করতে পারায়, ওই বিমান পরে দিল্লির দিকে এগোতে থাকে। ( 'ওঁরা ২০০২ সাল থেকেই...', মোদী🧔কে নিয়ে BBC-র তথ্যচিত্র বিতর্কে মুখ খুললেন শাহ)
এদিকে, ক্ষোভে ফুঁসে উঠে কংগ্রেস নেতা অজয় রাই বলেন,'রাহুল গান্ধীর এখানে অবতরণের কথা ছিল। আর তাঁর সেখান থেকে প্রয়াগরাজে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁর বিমানকে অবতরণের অনুমতি দেয়নি সরকার থেকে আসা চাপের ফলে।' কংগ্রেস নেতার দাবি, বিজেপি রাহুল গা🉐ন্ধীকে ভয় পেতে শুরু করেছে। আর সেই কারণেই তাঁর বিমানকে বারাণসী বিমানবন্দরে নামতে দেওয়া হয়নি। জানা যাচ্ছে, বারাণসীতে অবতরণ করে, সোমবারই কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল রাহুল গান্ধীর।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এ𒀰বার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.m😼e/277p/p7me4aup