সদ্য রামমন্দির নিয়ে এক মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর বক্তব্যের পর এবার মহারাষ্ট্র থেকে উদ্ধব ক্যাম্পের শিবসেনার তরফে রামমন্দির ইস্যুতে সুর চড়ালেন সঞ্জয় রাউত। রাউতের দাবি, রামমন্দির একটা আন্দোলন, সেখানে শুধু বিজেপিই নয়, আপএসএস, শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদ, এমনকি কংগ্রেসেরও অবদান রয়েছে।
সদ্য রাম মন্দির ইস্যুতে মুখ খুলে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন,'রাম মন্দির তৈরি হওয়ার পর কেউ কেউ মনে করছেন, তাঁরা নতুন নতুন জায়গায়, একই ধরনের বিষয় সামনে এনে হিন্দুদের নেতা হয়ে উঠবেন।' উল্লেখ্য, রামমন্দিরের পরই মথুরার শাহি ইদগা, বারণসীর জ্ঞানবাপী মসজিদ কিম্বা সদ্য সম্ভালের ঘটনা সামনে আসতে থাকে। সেই সমস্ত ক্ষেত্রের নাম না করেই মোহন ভাগবতের সাফ কথা,' প্রতি দিন নতুন নতুন বিষয় (সমস্যা) সামনে আনা হচ্ছে। এটা কী ভাবে মেনে নেওয়া যায়? এটা চলতে পারে না।' একইসঙ্গে সুর চড়া করে মোহন ভাগবত বলেন, ' আমরা যে সবাইকে নিয়ে বাঁচতে পারি, ভারতের সেটা দেখিয়ে দেওয়া প্রয়োজন।'
( Chandra Guru Auspicious Yog: গুরুর সঙ্গে চন্দ্র মিলে সৌভাগ্যের বন্যা বইয়ে দেবেন ৪ রাশিতে, কিছুদিন পর থেকেই লাকি কারা?)
( Budh Gochar in dhanu: টাকা রোজগারের দারুন সময় কুম্ভের! বুধের গোচরে তুলা, সিংহ কী কী লাভ পাবে? রইল লাকির লিস্ট)