এবার আরও বিপাকে পাকিস্তানের প্রাক্তন প্রধ🔴ানমন্ত্রী ইমরান খান। বুধবার ইমরান খান ও আটক সন্দেহভাজনদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে। গত ৯ মে সরকারি সম্পত্তিতে ও সামরিক বাহিনীর সম্পত্তির উপর হামলার অভিযোগ উঠেছিল তাদের উপর। সূত্রের খবর, পাকিস্তানে এই অপরাধের সর্বোচ্চ সাজা হল মৃত্যুদণ্ড। খবর ট🀅াইমস অফ ইন্ডিয়া সূত্রে।
লাহোরে একটি সাংবাদিক বৈঠকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নয়টা অতিরিক্ত ধারা এই মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে। ভাঙচুর ও হিংসার অভিযোগ উঠেছে। গত ৯ মে ইমরান খানকে গ্♒রেফতারের পরই গোটা পাকিস্তান জুড়ে তাণ্ডব শুরু হয়ে যায়। ব্যপক ভাঙচুর শুরু হয়। অগ্নিংসযোগও চলে পুরোদমে।
তবে তদন্তকা🅷রী আধিকারিকদের মতে, ওই দিন পাকিস্তানে অভূত্থান করার 🎀চেষ্টা করা হয়েছিল। পাকিস্তান তেহেরিক ই ইনসাফের প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে।
সেদিন কার্যত অগ্নিগর্ভ হয়ে গিয়েছিল গোটা পꦓাকিস্তান। বিভিন্ন জায়গায় অশান্তি ছড়াতে শুরু করে। যার জেরে এলাকায় ব্যাপক গণ্ডগোল ছড়ায়। পরিস্থিতি সামাল দিত൩ে দেশের বিভিন্ন প্রান্তে সেনা নামানো হয়।
সূত্রের খবর, এবার💫 সেই ঘটনার সঙ্গে পাকিস্তান পেনাল কোডের সেকশন ১২০ বি যুক্ত করা হয়েছে।
এদিকে চলতি বছরের ৯ মে পাকিস্তান জুড়ে ভয়াবহ হিংসাত্মক প্রতিবাদ হয়েছিল। দুর্নীতি মামলায় গত ৯ মে গ্রেফতার হয়েছিলে𝓰ন ইমরান খান। তারপরই শুরু হয় অশান্তি। সেই সময় তাঁর অনুগামীরা প্রতিবাদে নামেন পাকিস্তানে। সেই মামলায় ইরানকে পাকিস্তানের ‘তেহরিক এ ইনসাফ’ পার্টির চেয়ারম্যান হিসাবে কাঠগড়ায় দাঁড় করানো হয়। ꦓতাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলা।
সূত্রের খবর, পাকিস্তানের খান্না🍬 ও বারাকাহু এলাকায় দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় ইসলামাবাদের অ্যান্টি টেররিজম কোর্ট ইমরানের ৩ টি জামিনের আবেদন খারিজ করেছে।🍷 এছাড়াও ওই একই মামলায় সেশন বিচারক মহম্মদ সোহেল ইমরানের ৬ টি পিটিশন খারিজ করেছেন।