বিভেদ ভুলে ১৯ বছর পর বৃহত্তর স্বার্থে উদ্ধব এবং রাজ ঠাকরে একজোট হওয়ার ইঙ্গিত দিতেই শোরগোল পড়ে গিয়েছে মহারাষ্ট্র এবং জাতীয় রাজনীতিতে। এবার আরও এক ধাপ এগিয়ে ঠাকরে পরিবারে পুনর্মিলনের ইঙ্গিত দিয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনার মুখপত্র ‘সামনা’।সোমবার ‘সামনা’-র সম্পাদকীয়তে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, রাজ্যের স্বার্থে উভয়ের পদক্ষেপ নেওয়া উচিত এবং যদি বিষ থেকে অমৃত নিঃসৃতহয়, তবে মহারাষ্ট্রেরও তা প্রয়োজন।
আরও পড়ুন-China slams USA on Tariff: শুল্ক যুদ্ধের আবহে স্বার্থে ঘা লাগতেই মরিয়া চিন, দিল বড় হুঁশয়ারি
রাজ-উদ্ধবের পুনর্মিলনের সম্ভাবনাকে বাড়িয়ে সামনাতে লেখা হয়েছে, 'যদি জীবন ঝগড়া-বিবাদ এবং মারামারিতে কেটে যায়, তাহলে মহারাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ক্ষমা করবে না।' রাজ ও উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের বৃহত্তর বৃহত্তর স্বার্থে একত্রিত হতে প্রস্তুত এই খবর দেশের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। এই প্রসঙ্গে সামনায় বলা হয়েছে, 'এই খবর অনেককে খুশি করলেও অনেকেই পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েছিলেন। রাজ ঠাকরের রাজনীতি এখন পর্যন্ত এলোমেলো এবং খুব একটা সফল হয়নি। শিবসেনা ত্যাগ করার পর তিনি মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নামে একটি স্বাধীন দল প্রতিষ্ঠা করেন। সেই সময়, তিনি পৌরসভা ও বিধানসভা নির্বাচনে জনগণের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছিলেন, কিন্তু পরে তার দল বিপর্যয়ের সম্মুখীন হয়। বিজেপি, একনাথ শিন্ডের মতো লোকেরা 'রাজ'-এর কাঁধে বন্দুক রেখে শিবসেনাকে আক্রমণ করতে থাকেন। রাজের দল এর থেকে রাজনৈতিকভাবে লাভবান হয়নি, তবে মারাঠি ঐক্যের প্রচুর ক্ষতি হয়েছে।' (আরও পড়ুন: ‘সিস্টেমে গলদ’, আমেরিকায় গিয়ে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী)