বিবিসির একটা ভুল। আর সেই ভুলই ৭১এর যুদ্ধে কিছুটা হলেও ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে সুবিধা করে দিয়েছিল। আর সেই ভুলের জন্য বিবিসিকে ধন্যবাদ দিলেন তৎকালীন মেজর জেনারেল ল্য়ান কার্ডাজো। সে𒁃ই সময় তিনি ছিলেন গোর্খা রাইফেলস ব্যাটেলিয়নের মেজর। প্রায় ৭৫০জন সেনা ছিল ওই ব্যাটেলিয়নে। আর সিলেটের কাছে আতগ্রাম দখল করার গুরু দায়িত্ব বর্তেছিল ওই ব্যাটেলিয়নের উপর। তবে সেই সময় অস্ত্র, খাদ্যের কিছু অভাব শুরু হয়েছিল। তবুও বীর বিক্ꦓরমে এগিয়ে যাচ্ছিল ভারতীয় সেনা। আর এসবের মধ্যে ভুল করে বসল সংবাদ সংস্থা বিবিসি।
লন্ডনে♈ একটি বই প্রকাশের অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্ণেল জানিয়েছেন, আমি আজ বিবিসিকে ধন্য়বাদ জানাচ্ছি। সেই সময় ভরসা করা যায় এমন সংবাদ সংস্থা বলতে বিবিসিই ছিল। এদিকে ভারতীয় সেনার সেই সময়🦄 লুকোনর কিছু ছিল না। সেকারণে যুদ্ধক্ষেত্রে নিয়োজিত ব্রিটেনের সাংবাদিকরা ভারতীয় সেনার সঙ্গেই এগিয়ে যাচ্ছিলেন। প্রতি মিনিটে তাদের খবর পাঠাতে হচ্ছে। আর সেই সময়ই ভুল করে বসল বিবিসি।
কী সেই ভুল? কর্ণেল জানিয়েছেন, সেই সময় বিবিসির তরফে ঘোষণা করা হয়েছিল 'গোর্খাদের ব্রিগেড' সিলেটে পৌঁছে গিয়েছে। এদিকে সেকথা পাকিস্তানিদের কানেও গিয়েছে। এরপর ওই ভুল নিয়ে আর কথা না বাড়িয়ে আমরাও ভান করতে থাকলাম সত্যি আমরা একটা 'ব্রিগেড'। এদিকে এই ভুল তথ্য়ের জেরে কার্যত ভ𝔉ড়তে যায় পাক সেনা। আর তার জেরে ব্যাটেলিয়নের কাছে জয় অনেকটাই সহজতর হয়ে যায়। এরপর ১৫ই ডিসেম্বর ১৯৭১ আত্মস﷽মর্পণ করে পাক সেনা। তবে পরে দেখা যায় সেই পাক সেনার বহর ব্রিগেডের থেকেও বেশি।