AFC Cup 2023-24: ‘অযোগ্য মাঠ’ বানিয়েও লাভ হল না বসুন্ধরার, জিতে AFC কাপের পরের রাউন্ডে ওড়িশা Updated: 11 Dec 2023, 10:32 PM IST Ayan Das ‘অযোগ্য মাঠ’ বানিয়েও লাভ হল না বসুন্ধরা কিংসের। ঘরের মাঠে তিনটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতেও কোনও লাভ হল না। বরং আর বসুন্ধরাকে হারিয়ে এএফসি কাপের পরের রাউন্ডে উঠে গেল ওড়িশা এফসি। প্রথমবার এএফসি কাপ খেলতে নেমেই ইন্টার-জোনাল সেমিফাইনালে উঠল।