₹91 Crore investment in WB for 2 Factories: গড়ে উঠবে নতুন ২ কারখানা, কয়েক কোটির বিনিয়োগ হবে হলদিয়ায় Updated: 25 Jan 2025, 08:35 AM IST Abhijit Chowdhury হলদিয়ায় ১৫ একর জায়গা জুড়ে ‘ইলেকট্রিক্যালি ক্যালসাইন্ড অ্যানথ্রাসাইট প্ল্যান্ট’ এবং ‘কোলতার ডিসটিলেশন প্ল্যান্ট’ তৈরি করবে পেট্রো কার্বন অ্যান্ড কেমিক্যাল লিমিটেড। এর জন্যে কয়েক কোটি টাকা বিনিয়োগ করবে তারা। এর ফলে কর্মসংস্থান হতে পারে বহু মানুষের।