Share Market Sensex Crash by 941 points: বড়সড় ধস, সর্বকালীন রেকর্ড থেকে ৭২০০ পয়েন্ট নীচে নামল সেনসেক্স Updated: 04 Nov 2024, 03:54 PM IST Abhijit Chowdhury শেয়ার বাজারে বড়সড় ধস নামে আজ। মার্কিন নির্বাচনের অনিশ্চয়তা সহ একাধিক কারণে আজ লাল রেখায় ছিল শেয়ার বাজারের সূচক। একটা সময়ে প্রায় ১৪০০ পয়েন্ট নেমে গিয়েছিল সেনসেক্স। এই আবহে শেয়ার বাজারের হাল হকিকত জানুন একনজরে।