SRH vs RCB, IPL 2024: ফের চারশো পার কোহলির, রায়না-ওয়ার্নারকে পিছনে ফেলে গড়ে ফেললেন নজির Updated: 25 Apr 2024, 09:11 PM IST Tania Roy Virat Kohli Achieves New Record: বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কোহলি একটি ছক্কা এবং চারটি চারের সৌজন্যে ৪৩ বলে ৫১ করে আউট হন। তাঁর এই স্লো ইনিংস নিয়ে সমালোচনা হতেই পারে। তবে এদিন তিনি আইপিএলে ইতিহাস লিখে ফেলেছেন।