Indians rescued from Syria: জয়শংকরদের জাদু সিরিয়ায়! সুরক্ষিতভাবে বের করা হল ৭৫ ভারতীয়কে, কেয়ারটেকার প্রধানমন্ত্রী বশির Updated: 11 Dec 2024, 08:42 AM IST Ayan Das নরেন্দ্র মোদী, এস জয়শংকরদের জাদু দেখা গেল সিরিয়ায়। ৭৫ জন ভারতীয়কে সিরিয়া থেকে বের করে আনা হল। তাঁদের লেবাননে আনা হয়েছে। তারইমধ্যে সিরিয়ার কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে মহম্মদ আল-বশিরের নাম ঘোষণা করা হয়েছে।