নিজের হোয়্যাটসঅ্যাপ চ্যাট কেই বা লুকিয়ে রাখতে না চান। ব্যক্তিগত চ্যাট হোক বা প্রয়োজনীয় চ্যাট - অন্যকে দেখাতে চান না অনেকেই। আর তাঁদের জন্য সুখবর আনল WhatsApp। এবার থেকে সিক্রেট কোডের মাধ্যমে চ্যাট লকের ব্যবস্থা করা হল। যা দেখে নিজেকে গোয়েন্দা মতো মনে হতেই পারে।