৬ সেঞ্চুরি, ২ ডবল সেঞ্চুরি! ৫ দিনে ১৩০০র বেশি রান! ড্র হল জিম্বাবোয়ে-আফগানিস্তান টেস্ট
Updated: 30 Dec 2024, 10:08 PM ISTড্র হয়ে গেল জিম্বাবোয়ে বনাম আফগানিস্তানের টেস্ট ম্যাচ। জিম্বাবোয়ের কুইনস স্পোর্টস ক্লাবের মাঠে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে দল প্রথম ইনিংসে তুলেছিল ৫৮৬ রান, পাল্টা আফগানিস্তান তোলে ৬৯৯ রান। ম্যাচে ছয় ব্যাটার শতরান করে, তাদের মধ্যে ২জন দ্বিশতরান করে।
পরবর্তী ফটো গ্যালারি