জানা গিয়েছে, প্রথমবার গোলা ছুড়েছে জোরাবর ট্যাঙ্ক। উল্লেখ্য, লারসেন অ্যান্ড টুবরো এবং ডিআরডিও মিলে এই জোরাবর ট্যাঙ্কটি তৈরি করেছে। এর আগে লাদাখের শীতল মরুভূমিতে এই ট্যাঙ্কের পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করা হয়েছে। সেই সময় ডিআরডিও প্রধান ডঃ সমীর ভি কমাত এই ট্যাঙ্কের রিভিউ করেছিলেন।