বাংলা নিউজ >
দেখতেই হবে >
রাজনীতি থেকে দুরে থাকি আমরা- প্রথম সিডিএস হিসাবে দায়িত্ব নেওয়ার পর বললেন রাওয়াত
Updated: 01 Jan 2020, 04:46 PM IST
HT Bangla Correspondent
ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে দায়িত্ব ... more
ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে দায়িত্ব নিলেন বিপিন রাওয়াত। তিনি বললেন যে সেনার তিনটি বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধি করার কাজ করবেন তিনি। টিমওয়ার্কের মাধ্যমে কাজ করার ওপর জোর দেন তিনি। সেনার রাজনীতিকরণ হচ্ছে, এই প্রশ্নকে উড়িয়ে দেন তিনি। তাঁর মতে সেনা রাজনীতি থেকে দুরে থাকে, এবং কেন্দ্রে যে সরকার আছে, তাদের কথামত কাজ করা হয়।এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দেখা করেন তিনি। অন্যদিকে সিডিএস পদ গঠন ও ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স শুরু করা খুব বড় ধাপ বলে এদিন জানান প্রধানমন্ত্রী মোদী। আধুনিক যুদ্ধ কৌশলের সঙ্গে তাল মেলানোর জন্য সেনাকেও খোলনোলচে বদলাতে হবে। তার জন্য সিডিএস পদটি গুরুত্বপূর্ণ বলে জানান মোদী। কার্গিল যুদ্ধের পর গঠিত সুব্রহ্মনিয়ম কমিটি সিডিএস পদ সৃষ্টি করার প্রস্তাব দেয়। প্রায় দুই দশকের পর অবশেষে বাস্তবায়িত হল এই সুপারিশ।