Hindustan Times
Bangla

আর কিছুদিন পরই নতুন মাস শুরু হয়ে যাবে। আর আগামী মাসেই একগুচ্ছ নতুন বাংলা ছবি মুক্তি পেতে চলেছে। তালিকায় আছে কী কী? 

পথিকৃৎ বসুর ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী মুক্তি পাচ্ছে মে মাসে। অভিনয়ে মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু, অঞ্জন দত্ত। এটি ১ মে মুক্তি পাবে।  

আমার বস ছবিটি আগামী ৯ মে মুক্তি পাবে। উইন্ডোজের এই ছবিতে আছেন রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রমুখ। 

দ্য একেন: বেনারসে বিভীষিকাও আছে এই তালিকায়। সদ্যই প্রকাশ্যে এসেছে অভিনেতাদের লুক। এই ছবিটি ১৬ মে মুক্তি পাবে। 

অঙ্ক কি কঠিন ছবিটিও একেন বাবুর সঙ্গে একই দিনে বড় পর্দায় আসবে। পরিচালনায় সৌরভ পালোধি। 

সায়ন্তন ঘোষালের সোনার কেল্লা যকের ধন ছবিটি আগামী ৩০ মে মুক্তি পাবে। অভিনয়ে পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, প্রমুখ। 

ধূমকেতু ছবিটি রানা সরকার ১৬ মে মুক্তি পাবে বলে ঘোষণা করলেও তারপর এই ছবির বিষয়ে আর তেমন কিছুই শোনা যাচ্ছে না। শ্যুটিংয়ের ৯ বছর পর মুক্তি পেতে চলেছে দেব, শুভশ্রীর এই ছবি। 

রবীন্দ্র কাব্য রহস্য ছবিটিরও মে মাসে মুক্তির কথা ছিল। যদিও এখনও পর্যন্ত কোনও দিন ঘোষণা করা হয়নি। অভিনয়ে ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 

সুমন মুখোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা ছবিটিও মে মাসে মুক্তির কথা ছিল। যদিও এখনও এটার মুক্তির দিন ঘোষণা হয়নি। 

caco88