Hindustan Times
Bangla

সরস্বতী পুজোর দিন এই ভুলগুলি করবেন না, রেগে যেতে পারেন দেবী

হিন্দু ধর্মে সরস্বতী ঠাকুরকে শিল্প, বিদ্যা ও জ্ঞানের দেবী হিসেবে পূজা করা হয়। 

Pic Credit: Shutterstock

এটাও বিশ্বাস করা হয় যে, বসন্ত ঋতুও এই দিন থেকে শুরু হয়। 

কিন্তু অনেকেই মনে করেন, বসন্ত পঞ্চমীতে কিছু বিশেষ কাজ করা একেবারেই ঠিক নয়। আসুন জেনে নেওয়া যাক সেগুলি কী-

Pic Credit: Shutterstock

জ্যোতিষীরা বিশ্বাস করেন সরস্বতী পুজোর দিন কালো পোশাক পরা একেবারেই ঠিক নয়।

Pic Credit: Shutterstock

সরস্বতী পুজোর দিন, পুজো শেষ হওয়ার আগে খাওয়া চলবে না। এতে করে দেবী ক্রুদ্ধ হতে পারেন।

Pic Credit: Shutterstock

সরস্বতী পুজোর দিন, পুজো হওয়ার পরেই খাবার খাওয়া উচিত। তবে খেয়াল রাখবেন সে খাবার যেন আমিষ না হয়। 

Pic Credit: Shutterstock

অনেকেই বিশ্বাস করেন,পুজোর পর 'সরস্বতী মহাভাগে বিদ্যেকমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্ত‌ুতে' মন্ত্রটি জপ করলে তুষ্ট হন বিদ্যার-দেবী।

Pic Credit: Shutterstock

যেহেতু এই দিন থেকেই বসন্তের আগমন শুরু হয়। এমন অবস্থায় এই বিশেষ দিনে গাছ কাটাই-ছাটাই করলেও সরস্বতী ঠাকুর রুষ্ট হতে পারেন। 

এই তথ্য শুধুমাত্র মানুষের বিশ্বাস, ধর্মগ্রন্থ এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে। কোনো তথ্য গ্রহণ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

Pic Credit: Shutterstock

Pic Credit: Shutterstock

caco88