By Tulika Samadder
Published 17 Jan, 2025
Hindustan Times
Bangla
Wedding Tips: সুখী দাম্পত্য চান? বিয়ের আগে সঙ্গীকে করুন এই ৫ প্রশ্ন!
বিয়ে জীবনের জন্য একটি সুন্দর সম্পর্ক। তবে দাম্পত্য সুখী হবে কি না, তা নিয়ে সন্দেহ থাকে অনেকের মনেই।
এজন্য বিয়ের আগে সঙ্গীকে কিছু প্রশ্ন করা জরুরি।
বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে নেওয়া জরুরি আপনার সঙ্গী নিজে থেকে নাকি পরিবারের চাপে এই সিদ্ধান্ত নিচ্ছেন।
বিয়ের আগে জেনে নেওয়া জরুরি আপনার সঙ্গীর পছন্দ-অপছন্দ কেমন।
সঙ্গে আপনাদের দুজনের পেশা ও ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা নিয়েও আলোচনা করে নিন অবশ্যই।
পরিবার পরিকল্পনা সম্পর্কে মতামতও দুজনের একই হওয়া উচিত। কবে সন্তান নিতে চান, আদৌ চান কি না, বিয়ের আগে সবটা স্পষ্ট করে নেওয়াই ভালো।
অর্থ ও বিনিয়োগ নিয়ে কি ভাবছেন আপনার সঙ্গী, সেটাও জেনে নিতে ভুলবেন না!
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88