উৎসব শেষে এবার উমার বিদায়ের পালা। মন খারাপের মধ্যেই দেবী দুর্গাকে বিদায় জানানো হচ্ছে। সঙ্গে মনেপ্রাণে একটাই প্রার্থনা - ‘আসছে বছর আবার হবে’। করোনাভাইরাস অতিমারীর আবহে পুজোর আনন্দ এবার অনেকটাই ফিকে পড়েছে। তাই এবারের ‘আসছে বছর আবার হবে’ ডাকের মধ্যে রয়েছে প্রার্থনাও। প্রার্থনা - আগামী কোনও বছরই এমন ভয়াবহ পরিস্থিত যেন আর দেখতে না হয়। একথা চিন্তাভাবনা করে অনেকেই ২০২১ পুজোর দিনক্ষণের খোঁজ শুরু করে দিয়েছেন। তাই এখানে দেওয়া রইল আগামী বছরের দুর্গোৎসবের দিনক্ষণ—আগামী বছর অক্টোবরের গোড়াতেই দুর্গাপুজো পড়েছে। আগামী মহালয়া পড়েছে ৬ অক্টোবর (বুধবার)। প্রতিপদা ১ অক্টোবর। মহাষষ্ঠী : ১১ অক্টোবর (সোমবার)।মহাসপ্তমী : ১২ অক্টোবর (মঙ্গলবার)।মহাষ্টমী : ১৩ অক্টোবর (বুধবার)।মহানবমী : বৃহস্পতিবার ১৪ অক্টোবর।বিজয়াদশমী : শুক্রবার ১৫ অক্টোবর।এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে দুর্গাপুজো হয়েছে। বিজয়া দশমীর সকালে উমার বরণ অনুষ্ঠান আয়োজিত হলেও সিঁদূর খেলা থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বিরত থাকতে দেখা গিয়েছে অনেককে। ভাটা পড়েছে বিজয়া সম্মিলনীর আমোদেও। তাই এই পুজো শেষ হতে না-হতেই আগামী বছরের দুর্গাপুজোর আশায় বসে রয়েছে আট থেকে আশি সকলেই।