হিন্দু ধর্মে অমাবস্যা তিথির মাহাত্ম্য অপরিসীম। এদিকে, অগ্রহায়ণ মাসের অমাবস্যার বেশ কিছু তাৎপর্য রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে এই মাসকে মনে করা হয় শ্রীকৃষ্ণের মাস। আর সেই মাসের অমাবস্যা তিথিও বেশ গুরুত্বপূর্ণ। অমাবস্যা তিথিতে স্নান, দান, পিণ্ড দান করার দিন বলে মনে করা হয়। অনেকেই এই সময় শ্রাদ্ধানুষ্ঠান করে থাকেন। এদিকে, অমাবস্যা তিথি সামনের সপ্তাহের শেষের দিকের কোন দিনে পড়ছে, তা নিয়ে রয়🎃েছে জল্পনা। দেখে নেওয়া যাক, আসন্ন সময়ে ২০২৪ সালের অমাবস্যা তিথি।
অমাবস্যা তিথি ৩০ নভেম্বর নাকি ১ ডিসেম্বর?
আসন্ন সময়ে অমাবস্যা তিথি নিয়ে রয়েছে বহু জল্পনা। অনেকই এই অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ মাস বলে সম্বোধন করেন থাকেন। এই মাসে অমাবস্যা তিথিও বেশ তাৎপর্যধর্মী। আগামী ৩০ ন🙈ভেম্বর পড়ছে অমাবস্যা। সেই দিনটি &nb෴sp;হল শনিবার। সেদিন সকাল ১০.২৯ মিনিটে পড়বে অমাবস্যা তিথি। তিথি শেষ হবে ডিসেম্বর মাসের ১ তারিখ অর্থাৎ রবিবার ১১.৫০ মিনিটে। যেহেতু এই অমাবস্যা তিথি শনিবার পড়ছে, তাই এই অমাবস্যা তিথিতে শনি অমাবস্যা বলা হয়। শনিবারের এই অমাবস্যা তিথিতে বহু ধরনের পুজো হয়।
( Shani Mangal Shadashatak Yog: শনি মঙ্গলের তৈরি ষড়াষ্টক যোগে টাকাকড়ির ব๊র্ষণ! তুলা সহ বহু রাশি লাকি)
(Kolkata-Lonﷺdon Flight: ꦡকলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান চলাচল চাইছে রাজ্য, বিধানসভায় প্রস্তাব আসার সম্ভাবনা )
আসছে শনি অমাবস্যা:-