কয়েকদিনেই চৈত্র নবরাত্রির সূচনা হবে। চলতি বছর ১৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। এ সময় দুর্গার ৯ রূপের পুজো করা হয়। চৈত্র শুক্লপক্ষের প্রতিপদা তিথিতে ঘট প্রতিস্থাপন হয়। চলতি বছর দুটি বিশেষ ꦗযোগের উপস্থিতিতে এই উৎসবের সূচনা হচ্ছে।
গণনা অনুযায়ী, এ বছর চৈত্র নবরাত্রির প্রতিপদা তিথিতে অমৃত সিদ্ধি ও সর্বার্থ সিদ্ধির মতো দুটি শুভ যোগ নির্মিত হচ্ছে। এ ছাড়া চন্দ্র থাকবে মেষ রাশিতে। এমনকি ১৩ এপ্রিল মধ্যরাত্রে মেষ রাশিতে বিচরণ করবে সূর্য। ℱঅশ্বিন নক্ষত্রে নবরাত্রির সূচনা হবে। অশ্বিনকে জ্যোতিষে আরোগ্যের দেবতা মনে করা হয়। এ ছাড়া সর্বাধিক শুভফল প্রদানকারী দেবগুরু বৃহস্পতিও নবরাত্রির আগে মকর রাশি ছেড়ে কুম্ভে প্রবেশ করে যাবেন।
জ্যোতিষ গণনা অনুযায়ী, নবরাত্রির প্রথম দিনে গ্রহের সংযোগে কিছু বিশেষ যোগ নির্মিত হবে। এ দিন সকাল ১ꦛ০টা ১৭ মিনিট পর্যন্ত করণ বব যোগ থাকবে। এর পাশাপাশি চৈত্র প্রতিপদা তিথিতে দুপুর ৩টে ১৬ মিনিট পর্যন্ত বিষ্কুম্ভ যোগ থ🍬াকবে। এর পর প্রীতি যোগ আরম্ভ হবে। আবার রাত্রি ১১টা ৩১ মিনিট পর্যন্ত বালব যোগ থাকবে।
চৈত্র নবরাত্রির ঘট প্রতিস্থাপনের মুহূর্ত:
শুভক্ষণ- ১৩ এপ্রিল সকাল ৫টা ২৮ মিনিট থেকে সকাল ১০টা ১৪🗹 মিনিট পর্যন্ত।
মোট সময়- ৪ ঘণ্টা ১৫ মিনিট।