কিছুক্ষণ পর থেকেই বেলুড় মঠে শুরু হবে কুমারীপুজো। সূচি অনুযায়ী, সকাল ন'টা থেকে কুমারীপুজো শুরু হবে। কিন্তু তা সামনে থেকে দেখা যাবে না। কারণ করোনাভাইরাসের জেরে এবার বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ। ফলে টিভি এবং ইউটিউবে সরাসরি দেখতে হবে কুমারীপুজো। কোথায় কোথায় দেখা যাবে?১) সকাল ৯ টা থেকে ৯ টা ৫০ মিনিট - ডিডি বাংলা (DD Bangla)।২) সকাল ৯ টা থেকে ৯ টা ৫০ মিনিট - ডিডি ভারতী (DD Bharati)।৩) ইউটিউবে Ramakrishna Math & Ramakrishna Mission, Belur Math চ্যানেল। এই লিঙ্কে দেখতে পারবেন। ক্লিক করুন এখানে।এখানেও দেখতে পাবেন -- মহাষ্টমীর নির্ঘণ্টমহাষ্টমী (বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে)তিথি আরম্ভ : ২৫ আশ্বিন/১২ অক্টোবর, মঙ্গলবার।সময় : রাত ৯ টা ৪৯ মিনিট।শ্রী শ্রী দেবীর মহাঅষ্টমীবিহিত পুজো শুরু : ভোর ৫ টা ৩০ মিনিট।শ্রী শ্রী দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পুজো, মহাষ্টমাদি কল্পারম্ভ (পঞ্চম কল্প) এবং মহাষ্টমী কল্পারম্ভ প্রশস্তা (ষষ্ঠ কল্প) : সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে। কিন্তু বারবেলানুরোধে সকাল সকাল ৮ টা ২৯ মিনিটের মধ্যে।কুমারীপুজো : সকাল ৯ টা।সন্ধিপুজো : সন্ধ্যা ৭ টা ৪৪ মিনিট থেকে রাত ৮ টা ৩২ মিনিট পর্যন্ত। বলিদান - রাত ৮ টা ৮ মিনিট থেকে।তিথি শেষ : ২৬ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার।সময় : রাত ৮ টা ৮ মিনিট। মহাষ্টমী (গুপ্তপ্রেস পঞ্জিকা মতে)তিথি আরম্ভ : ২৫ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার (ইংরেজি মতে রাত ১২ টার হয়ে গেলে পরদিন)।সময় : রাত ১ টা ৪৬ মিনিট ৩৪ সেকেন্ড।শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পুজো প্রশস্তা : সকাল ৯ টা ২৬ মিনিট ৫৫ সেকেন্ডের মধ্যে। কিন্তু কালবেলানুরোধে ৮ টা ২৮ মিনিট ৫৯ সেকেন্ডের মধ্যে।সন্ধিপুজো : রাত ১১ টা ২৩ মিনিট ৪৯ সেকেন্ড থেকে রাত ১২ টা ১১ মিনিট ৪৯ সেকেন্ড পর্যন্ত।তিথি শেষ : ২৬ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার।সময় : রাত ১১ টা ৪৭ মিনিট ৪৯ সেকেন্ড।