Kartik Purnima 2024 date: কার্তিক পূর্ণিমা ২০২৪ কবে? তিথি কখন থেকে পড়ছ! রইল ব্রহ্ম মুহূর্তের সময়
1 মিনিটে পড়ুন Updated: 06 Nov 2024, 02:58 PM IST২০২৪ সালের কার্তিক পূর্ণিমার তিথি দেখে নেওয়া যাক।
২০২৪ সালের কার্তিক পূর্ণিমার তিথি দেখে নেওয়া যাক।
কার্তিক পূর্ণিমা ২০২৪ তিথি ঘিরে কৌতূহল সকলেরই রয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, শুক্লপক্ষের এই পূর্ণিমার মাহাত্ম্য আছে। প্রতি মাসের পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ। এই শুভ তিথিতে স্নান দান ও দীপদান করার রীতি প্রচলিত রয়েছে হিন্দুশাস্ত্রমতে। তবে বছরের শেষ লগ্নে কার্তিক পূর্ণিমার খুবই গুরুত্ব রয়েছে। ধার্মিক মান্যতা বলছে, এই দিনে ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করেছিলেন দেবাদিদেব মহাদেব। সেই দিক থেকে ಞএই কা🦩র্তিক পূর্ণিমার মাহাত্ম্য রয়েছে। এই পূর্ণিমাকে অনেকেই ত্রিপুরারী পূর্ণিমা বলেও অনেকে অভিহিত করেন।
কবে পড়ছে এই কার্তিক পূর্ণিমা? কার্তিক পূর্ণিমার তিথি ও তারিখ দেখে নিন। আসনন্ন এই পূর্ণিমায় বেনারসের কাশ✱ীধাম থেকে রাজস্থানের পুষ্করে হয় বিশেষ পুজো। এই কার্তিক পূর্ণিমার তিথি কখন থেকে পড়ছে দেখে নিন।
কার্তিক পূর্ণিমা ২০২৪ তিথি:-
পূর্ণিমা তিথি ১৫ নভেম্বর ভোর ০৬ টা ১৯ মিনিটে শুরু হবে। ১৬ নভেম্বর 𓆏ভোররাত ২ টো ৫৮ মিনিটে এই তিথি সমাপ্ত হবে।কার্তিক পূর্ণিমা😼 ১৫ নভেম্বর পালিত হবে।
দেব দীপাবলি:-
দীপাবলির ঠিক ১৫ দিন পর আয়োজিত হয় দেব দীপাবলি। এমন দিন ২০২৪ সালে কার্তিক পূর্ণিমার তিথিতে পড়ছে। ত্রিপুরাসুরের বিরুদ্ধে দেবাদিদেব মহাদেবের জয়তে উদযাপন করে দেব দীপাব🦹লি পালিত হয়। এই বিশেষ দিনে বারাণসী সেজে ওঠে। কাশীর বিশ্বনাথ ধামে হর হর মহাজ🐟দেবের বুলি উচ্চারিত হয়। দেশ বিদেশ থেকে আসেন ভক্তরা। আসেন সন্ন্যাসীরা। পুজো হয় দেবাদিদেবের।