হিন্দুশাস্ত্রে দেবী লক্ষ্মীর আরাধনা বেশ উল্লেখযোগ্য বিষয়। দেবী লক্ষ্মী ঘরে অধিষ্ঠান করেন কিছু বিশেষ বিশেষ জায়গায়। কোন জায়ౠগায় দেবীর অধিষ্ঠান থাকে, তা সচরাচর বোঝা দায়। দেখা যাক, দেবী কোথায় অধিষ্ঠান করেন। শাস্ত্রজ্ঞরা বলছেন, বাড়ির কোন কোন জায়গায় দেবীর অধিষ্ঠান থাকে, সেই জায়গাগুলির তথ্য।
মা লক্ষ্মীকে বলা হয় সম্পদের দেবী। মা লক্ষ্মীর কৃপায় মানুষের সকল ইচ্ছা পূরণ হয়। টাকা প্রতিটি মানুষের প্রয়োজন। বেঁচে থাকার জন্যও অর্থের প্রয়োজন। আর্থিক লাভের জন্য দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আচার্য চাণক্যের মতে, দেবী লক্ষ্মী সর্বদা কোন না কোন স্থানে অবস্থান করেন। আসুন জেনে নিই লক্ষ্মী দেবী সর্বদা কোন কোন স্থানে থাকেন...
যে ঘরে ভালোবাসা থাকে সেখানে মা লক্ষ্মীর বাস
আচার্য চাণক্যের মতে, মা লক্ষ্মী যে গৃহে বাস করেন সেখানেই প্রেম থাকে। যে পর𒆙িবারে সদস্যদের মধ্যে স্নেহ এবং স্বামী-স্ত্রীর মধ্যে ඣভালবাসা থাকে, সেখানে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে।
( Surya to Enter in Shani Nakshtra: শনির নক্ষত্রে সূর্যের প্রবেশে সৌভাগ্যের চাবি খুলবে ৩ রাশির! কাদের ๊সুসময় আসছে?)
যে বাড়িতে পরিচ্ছন্নতার যত্ন নেওয়া হয়
আচার্য চাণক্য বলেছেন যে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে বাড়ির পরিচ্ছন্নতার পূর্ণ খেয়াল 𓆉রাখতে হবে।🐬 ঘরে সুখ বজায় রাখতে হবে। যে সব বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতার পূর্ণ খেয়াল রাখা হয় সেখানেই দেবী লক্ষ্মী বাস করেন।
(Horrific death in Hooghly: জেনারেটারে চুল জড়িয়ে ভয়াবহ মৃত্যু গৃহবধূর! জগদ্ধাত্রী পুজ♏োর শোভাযাত্রায় নেমে এল শোকের ছায়া)
( Dev deepawali 2024 Tithi:দেব দীপাবলি ২০২৪ কবে? ত্রিপুরারী পূর্ণিমায় সেজে ওঠার অপেক্ষায় বারাণসী! তারিখ, মাহাত্ম্য জেনে ন🦩িন)
কেমন লক্ষ্মী প্রতিমা ঘরে রাখা উচিত?
কথায় বলে, লক্ষ্মীদেবী চঞ্চল। তাই তাঁর দাঁড়ানো কোনও মূর্তি বা ছবি ঘরে রাখা ঠিক নয়। পদ্মাসনে লক্ষ্মী বসে রয়েছেন, এমন মূর্তিই রাখতে হবে ঘরে। কমলাবসনে থাকা মা লক্ষ্মীর মূর্তি ঘরে রাখার পরামর্শ দিচ্ছেন বস্তাবিদরা। কোনও মতেই দণ্ডায়মান লক্ষ্মীমূর্তির পুজো করা ঠিক নয়। দেবী লক্ষ্মীর প্রিয় ফুল গোলপী রঙের ফুল। লক্ষ্মী ঠাকুরের বেদীতে রেখে দিন ময়ূরের পালক। এতে ধন বৈভব বাড়তে থাকে। ফলে সংসারে আসে অপার ধনসম্পত্তি। শাস্ত্রজ্ঞরা বলছেন, সর্বদা লক্ষ্মীকে বিঘ্নহর্তা গণেশের ডানদিকে রাখুন। এতে মা লক্ষ্মীর সঙ্গে গণেশের𒁃 আশীর্বাদ ধন্য হবেন আপনি।