আর ২৪ ঘণ্টার মধ্যেই নিজের উচ্চ রাশি মীনে প্রবেশ করে যাবেন শুক্র। জ্যোতিষশাস্ত্রমতে শুক্রের এই গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। শুক্রের গোচর বহু রাশির জাতক জাতিকার জীবনে বেশ কিছুটা প্রভাব বিস্তার করতে চলেছে। মীনে শুক্র প্রবেশ করতেই তাতে মালব্য যোগ তৈরি হবে। তারফলে বহু রাশির জীবনে প্রভাব পড়বে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ৩ রাশিতে। সুসময় আসবে এই ৩ রাশির জাতক জাতিকার ভাগ্যে। কারা কারা হবেন লাকি, দেখা যাক।
মিথুন
শুক্রের উচ্চ রাশি মীনে প্রবেশ বেশ লাভদায়ক হতে পারে। শুক্র গ্রহ আপনার রাশিতে দশম স্থানে সঞ্চরণ করতে চলেছেন। তাতে কেরিয়ারে ব্যাপক প্রভাব পড়বে। কর্মস্থল ও ব্যবসার ক্ষেত্রে রয়েছে উন্নতির যোগ। নতুন নতুন যোজনায় মিলবে সাফল্য। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক উন্নতিও অনেকে দেখতে পাবেন। ব্যবসায়ীরা বিপুল লাভের অধিকারী হবেন। কর্মস্থলে পাবেন প্রশংসা। যাঁরা কাজের সন্ধান করছেন, তাঁরা পাবেন চাকরি। বাবার সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে।
( Trafficking:বাংলাদেশি মহিলাকে জেরা করে পর্দাফাঁস! নারী পাচারচক্রের কিংপিনকে ধরতে ‘খদ্দের’ সেজে টোপ পুলিশের, ধৃত মানিক)
কুম্ভ
এবার ভালো সময়ের শুরু হবে কুম্ভের জন্য। এই সময় ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য পাবেন। এই সময় হঠাৎ হঠাৎ করে টাকা পয়সা হাতে আসতে পারে। ধনলাভ হতে পারে। কর্মক্ষেত্রে পেতে পারেন মান সম্মান। সেখান থেকেই প্রচুর ধন সম্পত্তি পেতে পারেন। ব্যবসায়ীরাও দারুন লাভের অধিকারী হবেন। বাড়তি ফালতু খরচা থেকে মুক্তি পাবেন। কাজের ক্ষেত্রে নতুন সম্ভাবনার রাস্তা খুলে যাবে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। ব্যবসায়ীদের ব্যবসায় লাভ হতে পারে। দেশ বিদেশে কোথাও যাত্রা করতে পারেন।