বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মান সম্মানের কারক হলেন সূর্য। আর সমৃদ্ধির দাতা হলেন গুরু বৃহস্পতি। জ্যোতিষ গণনা বলছে, এই দুই গ্রহ, জুন মাসে তৈরি করতে চলেছেন যুতি। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। বিশেষ করে ৩ টি রাশিতে একাধিক প্রাপ্তিযোগ রয়েছে এই যুতির ফলে। সেই সময় আসতে আর কিছু দিনেরই দেরি রয়েছে! দেখা যাক, জুনের এই গোচর, কোন কোন রাশিতে লাভের মুখ দেখায়।
বৃষ
আপনাদের জন্য সূর্য আর গুরু বৃহস্পতির সংযোগ লাভদায়ী হতে চলেছে। এই যুতি আপনার গোচর কুণ্ডলীতে দ্বিতীয়স্থানে রয়েছে। এর প্রভাব আপনারা দেখতে পাবেন। এই সময় পেতে পারেন আকস্মিক লাভ। মানসিক দৃঢ়তা আর নির্ণয় নেওয়ার ক্ষমতা দেখতে পাবেন নিজের মধ্যে। এই সময় আয়ের নতুন নতুন রাস্তা বের হবে। মানসিক দৃঢ়তা আর নির্ণয় নেওয়ার ক্ষমতা বাড়বে। ব্যবসায়ীরা এই সময় ঋণ থেকে কিছু ভালো টাকা পেতে পারেন। কেরিয়ারের দিক থেকে নতুন সুযোগ আসবে। পরিশ্রমের ফল পাবেন। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা তাড়াতাড়িই চাকরি পাবেন।
মীন
এই যুতি আপনার রাশিতে চতুর্থভাবে তৈরি হবে। এই সময় আপনি বিলাসিতার দিক থেকে কিছু পেতে পারেন। কোনও গাড়ি বা বাড়ি কিনতে পারেন এই সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। ধনলাভের যোগ রয়েছে। পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। আপনার বহু ইচ্ছা পূরণ হতে পারে।
( গ্রহদের রাজকুমার বুধ বহু রাশির খারাপ সময় এবার শেষ করবেন? গোচরে লাকি ৩ রাশি)
( নেপালের সঙ্গে বৈঠকে ইউনুসের মুখে ফের ‘সেভেন সিস্টার্স’, পরে চট্টোগ্রামের সভা থেকে এল 'সাফাই')
( পাহাড়ি জঙ্গলের ভিতর চলল ‘অপারেশন সংকল্প’, ছত্তিশগড়-তেলাঙ্গানা সীমান্তে নিহত ৩১ মাওবাদী)
তুলা
সূর্য আর গুরুর সংযোগ তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ লাভ দিতে চলেছে। কারণ এই সংযোগ আপনার ভাগ্য স্থানে হতে চলেছে। যেকোনও কাজে আপনি পাবেন ভাগ্যের সহযোগিতা। ব্যবসায়ীরা পাবেন ভালো মুনাফা। নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপিত হবে। ফলে আর্থিক দিক থেকে আপনি হবেন শক্তিশালী। দেশ বিদেশে যাত্রাও এই সময় করতে পারবেন। আপনি ধার্মিক বা মাঙ্গলিক কাজে অংশ নিতে পারবেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)