চলছিল জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা। তারই মাঝে কাটল তাল। জেনারেটারে চুল জড়িয়ে ভয়াবহ মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। হুগলীর চণ্ডীতলার কলাছড়ায় এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। জানা গিয়েছে, বিসর্জনের শোভাযাত্রায় স্বামীর ইঞ্জিন ভ্যানে বসে যা💃চ্ছিলেন ওই মহিলা। সেই সময় ঘটে যায় এই দুর্ঘটনা।
জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা চলছিল চণ্ডীতলায়। সেখানের ধর্মতলার দিক থেকে পালপাড়ার দিকে যাচ্ছিল একটি প্রতিমা। সেই প্রতিমার ইঞ্জিন ভ্যা♒নে বসেছিলেন বছর ৩০এর উজ্জ্বলা সাঁতরা🔯। সেই সময় ঘটে যায় মর্মান্তিক ঘটনা। চলন্ত জেনারেটার তাঁর চুল টেনে নিতে থাকে, একটা সময় তাঁর মাথার অংশ চানতে থাকে জেনারেটার। ততক্ষণে বাইরে শোভাযাত্রার আওয়াজ, ঢাক, বাজনা, গান চলছে। জনতার ভিড়, আর নেমে এসেছে অন্ধকার। এইভাবেই জেনারেটার চুল টানতেই মৃত্যুর মুখে পতিত হন উজ্জ্বলা।
উজ্জ্বলার স্বামী ঝন্টু সাঁতরার রয়েছে একটি ইঞ্জিন ভ্যান। শোভাযাত্রার সময় অনেকটা পথ হাঁটতে কষ্ট হচ্ছিল, তখনই তিনি এই ভ্যানে চড়ে বসেন। সেই ভ্যানে থাকা জেনারেটারের জেরেই এই দুর্ঘটনা ঘটে যায়। হঠাৎই উজ্জ্বলার চুল জড়িয়ে যায় জেনারেটারে। প্রত্যক্ষদর্শীরা বলছে𝔉ন, তাতে মাথার খুলি উড়ে যায় উজ্জ্বলার। চণ্ডীতলা গ্রামীণ হাসাপাতালে তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে দেহ শ্রীরামপুর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। গোটা ঘটনায় স্বভাবতই ভেঙে পড়েছেন তার স্বামী। চোখের জল বাঁঝ মানছে না তাঁর। তিনি বলেন, ছোট ছেলেকে নিয়ে হাঁটতে পারছিল না, আমিই বললাম ভ্যানে উঠতে…। এরপর আগে আবেগ সামলে রাখতে পারছেন না ঝন্টু সাঁতরা।