খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তে সীমান্তরক্ষীদের হাতে গ্রেফতার হলেন এক পাকিস্তানি সহ ২ নেপালের নাগরিক। শুক্রবার সীমান্তে টহলদারির সময় এসএসবি-র ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা নেপাল থেকে একটি চারচাকা গাড়ি আটক করে। গাড়ির আরোহীদের🍸 জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় ৩ জনকে আটক করে তারা।
আরও পড়ুন - এবার ন💜জরে ২০১৭ প্র🅠াথমিক টেট, সমস্ত OMR শিট আদালতে পেশের নির্দেশ দিল হাইকোর্ট
পড়তে থাকুন - মাগুর মাছ চাষ করতে তৈরি করেছিলেন সুড়ঙ্গ, নতুন তত্ত্𒀰ব খাড়া করল সাদ্দাম সরদার
ধৃতরা হল সাইফউল্লাহ(৪৬)। তিনি পাকিস্তানের মরদান 🐻জেলার বাসিন্দা। এছাড়া মন বাহাদুর থাপা( ৫১) ও মেঘ বাহাদুর🐼 মঙ্গর(৪০) নামে নেপালের ২ বাসিন্দাকে আটক করে SSB। পরে আটক ৩ জনকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেন এসএসবি-র আধিকারিকরা।
আরও পড়ুন - দফতরের গা ছাড়া মনোভাবেই মানিকচকে বিদ্যুৎ বিভ্রাট, দাবি সাব স্টেশনের𒀰 অপারে🌞টরের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের সাইফউল্লাহর দুবাইতে একটি নিরাপত্তা সংস্থা রয়েছে। সেখানে নেপালের ২ জনের সঙ্গে যৌথভাবে কাজ করেন তিনি। সাইফউল্লাহকে বৃহস্পতিবার নেপালে ইন্টারভিউ নেওয়ার জন্য ইটাহারিতে আনা হয়। পরে তিন জনই গন্তব্যের উদ্দেশে রওনা হয়। তবে তাদের গাড়িটি খারাপ হয়ে যাওয়ায় পানিটাঙ্কিতে মেরামত করতে এসেছিল বলে জানা গিয়েছে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদলতে তোলা হয়েছে। ঘটনায় একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের ভারতে অনুপ্রবেশের পিছনে অন্🍸য কোনও মতলব ছিল কি না তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।