দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের একটি গার্লস হস্টেলে শর্ট সার্কিটে তড়িদাহত হল ১০ জন ছাত্রী। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। 💞তাদের কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত পৌনে ১০টা নাগাদ এই ঘটনা ঘটেছে। যদিও হস্টেল কর্তৃপক্ষের দাবি কোনও ছাত্রীই তড়িত হয়নি। আতঙ্কে তারা অসুস্থ হয়ে পড়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে কাকদ্বীপ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপের স্ব🌳ামী বিবেকানন্দ পঞ্চায়েতের হরিপুরে অবস্থিত কেন্দ্রীয় সরকারের অধীনে ওই হস্টেলের পাম্💞পে হঠাৎ শর্ট সার্কিট হয়।ওয়ারিংয়ের তার ছিঁড়ে গ্রিলের উপর পড়ে। সেই তার থেকে বিদ্যুৎ গ্রিলে ছড়িয়ে পড়ে। গ্রিলে হাত লাগতেই তড়িতাহত হয়ে পড়ে এক ছাত্রী। তাকে ছাড়াতে গিয়ে আরও কয়েকজন ছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। আবাসন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পাম্প থেকেই থেকে কোনওভ🦄াবে শট সার্কিট হয়েছে। এদিকে, সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পেয়ে হস্টেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে আরও বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছ🧔য় দমকল, বিদ্যুৎ দফতরের কর্মꦬী ও পুলিশ। প্রথমে হস্টেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে সব ছাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ দিন হস্টেল পরিদর্শন করেন ব্লক অফিসার। জখম ছাত্রীরা সকলেই ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির পড়ুয়া। বর্তমানে সকলেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। কৃষ্ণদাস নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ‘ছাত্রীদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আমার ২৫-৩০ জন সেখানে ছুটে গিয়ে হস্টেলের দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করি। অ্যাম্বুলেন্স ডেকে একে একে ছাত্রীদের হাসপাতালে নিয়ে যাই।’