ইদ বা দুর্গাপুজোর আগে অ্যাড-হক বোনাস পেত♑ে চলেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) আওতায় সর্বোচ্চ ৪,৮০০ টাকা বোনাস দেওয়া হবে। রাজ্য সরকারি কর্মচারীরা কত টাকা বোনাস পাবেন, তা নির্ধারিত হবে প্রাপ্ত বেতনের উপর।
১) 'প্রো রেটা পেমেন্ট'-এর ভিত্তিতে বোনাসের পরিমাণ
২০২২ সালের ৩১ মার্চ অনুযায়ী মাসিকꦕ*মাসের নিরিখে কতদিন বোনাস পাওয়ার যোগ্য/১২= অ্যাড-হক বোনাস (সর্বোচ্চ ৪,৮০০ টাকা)।
২) কমপক্ষে ১২০ দিন কাজ করা ক্যাজুয়াল কর্মী ও ২০২১-২২ অর্থবর্ষে কনসোলিটেডে পে'র কর্মীদের বোনাস
বেতনের পরিমাণ*২০𒀰২১-২২🤡 অর্থবর্ষে উপার্জিত বেতন/১২= অ্যাড-হক বোনাস (সর্বোচ্চ ৪,৮০০ টাকা)।
কোন কোন রাজ্য সরকারি কর্মচারীরা বোনাস পাবেন?
১) চলতি বছরের ৩১ মার্চের পর যে সরকারি কর্মচারীদের মাসিক বেতন ৩৭,০০০ টাকার বেশি হয়ে গিয়েছে, তবে ২০২১-২২ অর্🦂থবর্ষে ন্যূনতম ছ'মাস মাসিক বেতন ৩৭,০০০ টাকা𓂃র কম ছিল, তাঁরাও সেই বোনাস পাবেন। অর্থাৎ মাথাপিছু ৪,৮০০ টাকার হারে বোনাস পাবেন ওই সরকারি কর্মচারীরা।
২) যে সরকারি কর্মচারীরা 💧২০২১-২২ অর্থবর্ষে ন্যূনতম ছ'মাস টানা কাজ করেছেন, ♍তাঁরাও অ্যাড-হক বোনাস পাবেন।
আরও পড়ুন: 𒉰7th Pay Commis🍸sion: সরকারি কর্মীদের জন্য বড় ধাক্কা, বাড়বে না DA,মিলবে না ১৮ মাসের বকেয়া: রিপোর্ট
৩) যাঁরা ছ'মাস থেকে এক বছর পর্যন্ত𓆉 কাজ করেছেন, তাঁদের ক্ষেত্রে 'প্রো রেটা পে♐মেন্ট' কার্যকর হবে।
কবে বোনাস পাবেন?
মুসলিম সরকারি কর্মচারীরা ইদের আগে বোনাস পাবেন। বাকি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সেই বোনাস দেওয়া🅰 হবে দুর্গাপুজোর আগে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে সেই বোনাস পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।
আরও পড়ুন: মিলবে অতিরিক্ত দু’টি ইনক্রিমেন্ট! বিজ্ঞানীদের DRDO-তে ধরে রাখতে মরি🦩য়া হয়ে বেনজির পরিকল্পনা সরকারের