ভোটের দামামা বেজে উঠেছে। ঠিক সেই আবহে রাজ্যে ফ꧃ের উদ্ধার হল রাশি রাশি টাকা। একদিকে, হাওড়া স্টেশন, অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কোলাঘ⛦াটে সব মিলিয়ে প্রায় ৭০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এরমধ্যে হাওড়া স্টেশনে ৫০ লক্ষ ৮৪ হাজার টাকা সহ ৬ যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ এবং কোলাঘাটে ২০ লক্ষ টাকা সহ ৩ জনকে আটক করা হয়েছে। ভোটের আগে একই দিনে রাজ্যের দুই জায়গা থেকে প্রচুর টাকা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ হাওড়া স্টেশনে ফের বিপুল টাকা উদ্ধার, ব্যক্তির ব্যাগ খুলতেই মিলল🐓 নগ🐻দ ২৪ লক্ষ
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনে ডাউন নিউ দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালায় জিআরপি। সেখানে কয়জনের ব্যাগ থেকে এই প্রচুর পরিমাণ টাকা উদ্ধ൩ার হয়। এই ঘটনায় ধৃত ৬ যাত্রীর নাম হল- মোহম্মদ দানের (২৯), সৈয়দ আসিফ (৫৩), জিসান খান মিরাজ (৩🧔৪), বিশ্বনাথ জানা (৩৮ ), সৌমেন জানা(২৯) ও মুদিত রস্তগি (৪২ )। এদের মধ্যে বিশ্বনাথ জানা ও সৌমেন জানা পুরনো মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা এবং বাকি ৪ জন লখনউয়ের বাসিন্দা।
জানা গিয়েছে, তারা রাজধানী এক্সপ্রেসে চড়ে কলকাতায় এসেছিলেন। যদিও তাদের দাবি, 🏅তারা এই পরিমাণ টাকা নিয়ে কলকাতায় এসেছিলেন। তবে এর কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। এরপরে জিআরপি তাদের গ্রেফতার করে। পরে ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে তাদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। কী উদ্দেশ্যে তারা এত পরিমাণ টাকা নিয়ে কলকাতায় এসেছিলেন? তা জানার চেষ্টা করছেন 🍰তদন্তকারীরা।