ফের পথ দুর্ঘটনা। দু’দিন ধরে নাগাড়ে বৃষ্টি চলছে রাজ্যে। এই পরিস্থিতিতে কয়েকজন মিলে বকখালি ঘুরতে যান। সেই গাড়িটি নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে নয়ানজুলিতে গিয়ে পড়ে। বৃষ্টির মধ্যেই যাত্রীবোঝাই গাড়ি নয়ানজুলিতে পড়ায় তোলপাড় শুরু হয়। বকখালিতে ঘুরতে গিয়ে বিপদের মুখে পড়েন এই যাত্রীরা। তবে স্থানীয়দের নজরে পড়ে বিষয়টি। তখনই তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু হয়।তবে কেন নিয়ন্ত্রণ হারালেন চালক? তা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ অনেকেই বলছেন, চালক মদ্যপ ছিলেন। যদিও তেমন কোনও প্রমাণ কেউ পেশ করেননি। কিন্তু গাড়িটি একটি মহিলাকে ধাক্কা মারায় স্থানীয় বাসিন্দারা বলছেন, চালক মদ্যপ ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ফলতার তিনজন বাসিন্দা বকখালিতে ঘুরতে গিয়েছিলেন। বাড়ি ফেরার জন্য গাড়িতে হোটেল থেকে বেরিয়েছিলেন চালক–সহ তিনজন। তাঁদের মধ্যে এক মহিলাও ছিলেন। কিন্তু গাড়িটি হোটেলের সামনেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়ানো এক মহিলাকে ধাক্কা দেয়। তিনি ছিটকে পড়েন। আর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পড়ে যায় নয়ানজুলিতে। আহত ওই মহিলাকে উদ্ধার করে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। স্থানীয়রা গাড়িটিকে নয়ানজুলি থেকে উদ্ধারে হাত লাগায়। কাজ। গাড়িতে আটকে পড়া পর্যটকরা বেরিয়ে আসার চেষ্টা করতে থাকে। স্থানীয়রা গাড়িতে দড়ি বেঁধে টানতে থাকে। তবে তাঁদের চেষ্টায় উদ্ধার করা হয় আটকে থাকা পর্যটকদের। স্থানীয়দের দাবি, মদ্যপ ছিলেন গাড়ির চালক। তাই এই দুর্ঘটনা।