ফের বিস্ফোরণ ঘটল মালদার মানিকচক থানা এলাকায়। এই ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে । আহত শিশুর নাম হাসিফা খাতুন (৭)। বর্তমানে মানিকচক গ্রামীণ হাসপাতালে তার চিকিৎসা চলছে। এই ঘটনার পরেই জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে মানিকচক থানার পুলিশ।স্থানীয়রা জানিয়েছেন, শনিবার বাড়ি থেকে কিছুটা দূরেই বন্ধুদের সঙ্গে খেলছিল হসিফা। খেলতে খেলতে একটি গোলাকার বস্তু পড়ে থাকতে দেখে। সেটিকে বল ভেবেই হাতে তুলে নিয়েছিল ওই শিশু। একজন খুদের পক্ষে বল ও বোমার পার্থক্য করাটা সম্ভব নয়। আর তাতেই ঘটে বিপত্তি। বোমাটি নাড়াচাড়া করতেই তা ফেটে যায়।বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা সেখানে ছুটে যায়। সেখানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় হাসিফা পড়ে রয়েছে। এরপরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পাওয়ার পরেই সেখানে পৌঁছায় মানিকচক থানার পুলিশ। কিভাবে রোমান্টিক সেখানে আসলো তা এখনও পুলিশের কাছে পরিষ্কার নয়। তবে এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। তাদের বক্তব্য, এই ঘটনায় হয়তো একটি নিরীহ শিশুর প্রাণ চলে যেতে পারত। কিন্তু কোনভাবে সে বেঁচে গিয়েছে। আবারও যদি হয়!স্থানীয়দের অভিযোগ পেয়েই এই ঘটনার তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ। সেখানে কে বা কারা বোমাটি ফেলে রেখে দিয়েছিল? তাদের উদ্দেশ্য কি ছিল ?এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে, শিশুর সারা দেহে ক্ষত চিহ্ন রয়েছে। বর্তমানে সে কিছুটা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।