আগামী মাসে দুর্গাপুজো। তার আগে বন্ধ হয়ে গেল রাজ্যের আরও একটি জুট মিল। তারফলে কর্মহীন হয়ে পড়লেন জুট মিলের কয়েকশো শ্রমিক। সব মিলিয়ে প্রায় ৬০০ জনেরও বেশি শ্রমিক পুজোর আগে কাজ হারালেন। অভিযোগ, পুজোর বোনাস তো দূরের কথা বেতন পর্যন্ত পাননি তারা। এভাবে হঠাৎ জুটমিল বন্ধ হয়ে দিশেহারা হয়ে পড়ছেন শ্রমিকরা। ঘটনাকে কেন্দ্র করে জুটমিলের সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা।
আরও পড়ুন:অসন্তোষের জেরে💦 পুজোর মুখে বন্ধ কা꧋ঁকিনাড়ার জুটমিল, কর্মহীন ৩ হাজার শ্রমিক
জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে কর্মীরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন গেটে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ বা কাজ বন্ধের নোটিশ টাঙানো রয়েছে। এরপর ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। গেটের সামনেই তারা বিক্ষোভ করতে শুরু করবে। শ্রমিকদের অভিযোগ, ওই মিলের তাঁত বিভাগের শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দিচ্ছিল মালিক পক্ষ। গত কয়েকদিন ধরে দুটো তাঁত মেশিনের বদলে চারটে মেশিন চালানোর জন্য ওই বিভাগের শ্রমিকদের ওপর রাজ্য শাসকদলের ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট চাপ দিতে থাকে। কিন্তু, শ্রমিকরা জানিয়ে দেন, তাদের পক্ষে চারটি মেশিন চালানো অসম্ভব। গতকাল এই নিয়ে তারা কর্তৃপক্ষের সামনে প্রতিবাদ জানায়। তারপর আজ সকালে কর্মবিরতির কথা ঘোষণা করে কর্তৃপক্ষ। কর্মীদ𝓰ের আরও অভিযোগ, ওই মিলে সব ধরনের আর্থিক সুযোগ-সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছিল।