আজ, শনিবার সাতসকালে ছুরি হামলার শিকার হলেন ৮ জন মানুষ। যাকে সামনে পাচ্ছে তাকেই ছুরির কোপ বসিয়ে দিচ্ছেন এক যুবক। শনিবার সকাল থেকে অন্তত ৮ জনের শরীরে 𒁏ছুরির কোপ বসিয়েছে ওই যুবক বলে অভিযোগ। ইতিমধ্যেই চারজনের অবস্থা আশঙ্কাজনক। ধুপগুড়ির বানারহাটের এই ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের ধুপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন এমন কাজ করন ওই যুবক? বুঝে উঠতে পারছেন না কেউ। মানসিক ভারসাম্যহীন বলে মনে করা হচ্ছে।
ঠিক কী ঘটেছে ধূপগুড়িতে? স্থানীয় সূত্রে খবর, বানারহাট ব্লকের সাকোয়াঝোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সজনাপাড়া এলাকায় এক যুবক ছুরি নিয়ে সামনে যাকে দেখছে তাকেই কোপ বসিয়ে দিচ্ছে। ছুরি নিয়ে হামলা চালানো ওই যুবকের নাম তইজুল ইসলাম। শনিবার সকাল থেকেই ছুরি হাতে সবাইকে আক্রমণ করা♍ শুরু করেছে ওই য𝓰ুবক। যদিও আহতদের সংখ্যা বাড়তে থাকায় এলাকার বাসিন্দারা একসঙ্গে ধরে ওই যুবককে গণপিটুনি দেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কী তথ্য পেয়েছে পুলিশ? পুলিশ সূত্রে খবর, আজ সকাল থেকে যুবক তইজুল ই♉সলাম ছুরি নিয়ে এলাকার বেশ কয়েকজনকে আক্রমণ করে। এই ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। নূর হোসেন, ফরিদুল ইসলাম, মনিজা খাতুন এবং রপিনা খাতুন নামের সেই চারজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আর গ্রামবাসীদের মারে আহত তইজুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই যুবক মানসিক ভারসাম্যহীন বল🌳ে মনে করা হচ্ছে।