নদীয়ার পর অ্যাসিড হামলার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বাগদায়। এক গৃহবধূকে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনার অভিযোগ পাওয়ার পরেই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম বাপি বিশ্বাস।পরিবারের সদস্যরা জানাচ্ছেন, বাগদার সেন্দ্রানী এলাকার ওই গৃহবধূর বাড়িতে ভাড়া থাকতেন বাপি বিশ্বাস। স্ত্রীর সঙ্গেই তিনি সেখানে ভাড়া থাকতেন। কিন্তু, তার আচরণে সন্তুষ্ট ছিলেন না ওই গৃহবধূ এবং তার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, ওই যুবক প্রতিদিনই মদ্যপান করে বাড়িতে ঢুকে যাকে সামনে পেত তাকেই গালিগালাজ করতেন। তাছাড়া, স্ত্রীর সঙ্গে প্রতিদিনই ঝামেলা করতেন বাপি। সেই কারণে সম্প্রতি তাকে বাড়ি থেকে উৎখাত করে দেন ওই গৃহবধূর পরিবার। অভিযোগ, এরপরেই ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেন যুবক। কিন্তু, গৃহবধূ সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার মুখে অ্যাসিড ছুড়ে হামলা করেন ওই যুবক। এই ঘটনার পরেই গৃহবধূকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। এর পরের দিনই তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে তোলা হলে বিচারক তার চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।অন্যদিকে, কিছুদিন আগেই নদীয়ার রানাঘাটে একটি অ্যাসিড হামলার ঘটনা ঘটে। যেখানে জামাই এবং তার পরিবারের লোকেদের উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছে গৃহবধূ এবং তার পরিবারের বিরুদ্ধে।