মাটিয়া গণধর্ষণকাণ্ডে ঘটনায় রাজ্যের নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই পরিস্থিতে মধ্যেই এবার এক সিপিএম নেতার মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।ꦏ আর তার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন ওই সিপিএম নেতা। এমন অভিযোগ প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি জলপাইগুড়ির কোতয়ালী থানা এলাকার। সিপিএম নেতার কাছে এই অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত যুবককে আটক করেছে কোতয়ালী থানার পুলিশ।
সিপিএমের জেলা কমিটির সদস্য ওই নেতার অভিযোগ, দীর্ঘ🌊দিন ধরেই তার দুই মেয়েকে উত্ত্যক্ত করছিলেন প্রতিবেশী যুবক কমলেশ সরকার। তার দুই মেয়েকে বহুবার কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি অভব্য আচরণ করেছেন ওই যুবক। বিষয়টি জানার পরে প্রতিবেশী ওই যুবককে বহুবার সতর্ক করেছেন সিপিএম নেতা। কিন্তু, তার🀅 পরেও কাজ হয়নি।অভিযোগ, কমলেশ গতকাল রাতে সিপিএম নেতার বাড়ি ঢুকে পড়ে তার মেয়েদের কুপ্রস্তাব দেন। ঘটনায় সিপিএম নেতা প্রতিবাদ জানালে তাঁকে প্রথমে অশালীন ভাষায় গালিগালাজ করে ওই যুবক। আর তারপরেই সিপিএম নেতাকে বেধড়ক মারধর করা হয়।
তা দেখে বাবাকে বাঁচাতে যান সিপিএম নেতার মেয়ে। অভিযোগ, তখন তাকেও মারধর করা হয়েছে। সিপিএম নেতা এনিয়ে থানায় অভিযোগ জানালে ওই যুবককে আটক করে পুলিশ। সিপিএম নে🅘তার কাছে এই অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ। সিপিএম নেতার অভিযোগ, ওই যুবক তার দিদির উস্কানিতেই এসব করত। তবে তার দিদিকে খুঁজে পায়নি পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার পরেই তিনি বাড়ি থেকে পালিয়ে যান বলে জানা গিয়েছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে কোতয়ালী থানা পুলিশ।